আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন
আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে সংসদের যৌথ অধিবেশন। আগামিকাল পেশ সাধারণ ও রেল বাজেট। এবারই প্রথম দুটি বাজেট একই সঙ্গে পেশ করা হবে। পাঁচ রাজ্যে ভোটের কারণে এবার এগিয়ে আনা হয় বাজেট পেশের দিন। এরই বিরুদ্ধে সরব হন বিরোধীরা। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। কিন্তু, আদালত থেকেও সবুজ সঙ্কেত পেয়ে যায় কেন্দ্র।
ওয়েব ডেস্ক: আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে সংসদের যৌথ অধিবেশন। আগামিকাল পেশ সাধারণ ও রেল বাজেট। এবারই প্রথম দুটি বাজেট একই সঙ্গে পেশ করা হবে। পাঁচ রাজ্যে ভোটের কারণে এবার এগিয়ে আনা হয় বাজেট পেশের দিন। এরই বিরুদ্ধে সরব হন বিরোধীরা। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। কিন্তু, আদালত থেকেও সবুজ সঙ্কেত পেয়ে যায় কেন্দ্র।
আরও পড়ুন লখনউতে যৌথ সাংবাদিক বৈঠক করলেন রাহুল গান্ধী-অখিলেশ যাদব
যদিও কমিশন সাফ জানিয়ে দেয় পাঁচ রাজ্যকেন্দ্রিক কোনও প্রকল্প ঘোষণা করতে পারবে না। আর এই পরিস্থিতিতেই আগামিকাল বাজেট পেশ। তার আগে আজ পেশ হবে আর্থিক সমীক্ষা।
আরও পড়ুন বাজেট অধিবেশনে বিরোধীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী