বিএসএনএল-উইম্যাক্স চুক্তিতে দুর্নীতি, মামলা দায়ের করল সিবিআই
ফের প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার আমলে টেলিকম দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। রাজার আমলে বেসরকারি সংস্থা স্টারনেট কমিউনিকেশনকে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর দ্রুত গতি ইন্টারনেট পরিষেবা উইম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি, বেআইনি ভাবে বণ্টন করার অভিযোগে নতুন মামলা দায়ের করেছে সিবিআই।
ফের প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার আমলে টেলিকম দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। রাজার আমলে বেসরকারি সংস্থা স্টারনেট কমিউনিকেশনকে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর দ্রুত গতি ইন্টারনেট পরিষেবা উইম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি, বেআইনি ভাবে বণ্টন করার অভিযোগে নতুন মামলা দায়ের করেছে সিবিআই।
শনিবার এই নতুন মামলা দায়ের করা ছাড়াও, দেশের ৪টি শহরে বিএসএনএল ও স্টারনেটের অফিসে তল্লাসিও চালায় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। তবে এই মামলায় এখনও পর্যন্ত রাজার নাম সরাসরি জড়ায়নি বলেই জানা গিয়েছে। যে কোম্পানির বার্ষিক ব্যবসার পরিমাণ ১০০ কোটি টাকা, সেই কোম্পানিকেই উইম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে ঠিক করে কেন্দ্র।
অভিযোগ, বার্ষিক ব্যবসার পরিমাণ ১০০ কোটি কম হওয়া সত্ত্বেও হিসেবে গড়মিল করে দিল্লি, কলকাতা, চেন্নাই ও গুড়গাঁও-এর উইম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি নেয় স্টারনেট। এই দুর্নীতির অভিযোগে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।