বিপুল অঙ্কের ফোন বিল বকেয়া বরুণের, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বিএসএনএল-এর

ব্রডব্যান্ড সংক্রান্ত ওই বিল খোদ সাংসদকেই মেটানোর কথা। ২০১৪ সালে ওই কেন্দ্রে বরুণের মা মেনকা গান্ধী সাংসদ হন

Updated By: Apr 10, 2019, 04:02 PM IST
বিপুল অঙ্কের ফোন বিল বকেয়া বরুণের, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বিএসএনএল-এর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পিলভিটের প্রাক্তন সাংসদ বরুণ গান্ধীর বিরুদ্ধে বিপুল অঙ্কের ফোন বিল বকেয়া রাখার অভিযোগ তুলল বিএসএনএল। নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বিএসএনএল কর্তৃপক্ষ জানান, ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত পিলভিটের সাংসদ থাকাকালীন ৩৮,৬১৬টাকার ফোন বিল মেটাননি তিনি। একাধিকবার নোটিস দেওয়ার পরও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তোলে বিএসএনএল।

ব্রডব্যান্ড সংক্রান্ত ওই বিল খোদ সাংসদকেই মেটানোর কথা। ২০১৪ সালে ওই কেন্দ্রে বরুণের মা মেনকা গান্ধী সাংসদ হন। কিন্তু এ বারে ফের পিলভিট কেন্দ্র থেকে বরুণ দাঁড়ানোয় ওই বিল মেটানোর জন্য কমিশনের দ্বারস্থ হন বিএসএনএল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিএসএনএল-র জেলা দফতর থেকে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) নিয়ে কমিশনে জমা দিয়েছেন বরুণ।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’-র মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরকারি ঋণ থাকলে সংশ্লিষ্ট দফতরে এনওসি জমা করতে হয় কমিশন দফতরের কাছে। যদি তা না করা হয় নির্বাচন বিধি লঙ্ঘন বলে গণ্য করা হয়। এর জেরে ওই প্রার্থীর মনোনয়ন পত্র খারিজও হতে পারে। সে দিক থেকে বরুণ গান্ধীর ওই ছাড়পত্র নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। 

.