ভিডিয়ো: দুই কাঁধে দুই শিশু, দেড় কিলোমিটার কোমর জল ঠেলে উদ্ধার গুজরাত কনস্টেবলের
এই ঘটনা ঘটেছে গুজরাতের মরবি জেলার কল্যাণপুর গ্রামে। পৃথ্বীরাজ জাডেজা নামে ওই কনস্টেবলের দুঃসাহসিক কাজে শুধুমাত্র নেটিজেনরা নন প্রশংসা করতে দেখা গেল বিভিন্ন মহল
নিজস্ব প্রতিবেদন: কোথাও এক কোমর, কোথাও গলা-সমান। বন্যার জল বইছে প্রবল বেগে। দূরদূরান্তে জনপদ নিশ্চিহ্ন। গত দু’দিন ধরে টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে ঘরবাড়ি। বাস্তুভিটে খুইয়ে নিরাপদ স্থান খুঁজে নিচ্ছেন দুর্গতরা। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর কর্মীরা। এমতাবস্থায়, এক কোমর জলে দুই কাঁধে দুই শিশুকে উদ্ধার করতে দেখা গেল এক কনস্টেবলকে। প্রবল স্রোতের বিপরীতে প্রায় ১.৫ কিলোমিটার হেঁটে ওই দুই শিশুকে উদ্ধার করেন তিনি। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই ঘটনা ঘটেছে গুজরাতের মরবি জেলার কল্যাণপুর গ্রামে। পৃথ্বীরাজ জাডেজা নামে ওই কনস্টেবলের দুঃসাহসিক কাজে শুধুমাত্র নেটিজেনরা নন প্রশংসা করতে দেখা গেল বিভিন্ন মহল। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইট করে জানালেন, এভাবে দুই শিশুকে উদ্ধার করা কনস্টেবল পৃথ্বীরাজের ভিডিয়ো মন ছুঁয়ে গেল। তাঁর সাহস এবং দায়িত্ব সত্যিই প্রশংসনীয়। পৃথ্বীরাজের এই কাজে উচ্ছ্বসিত দূরদর্শনের ডিরেক্টর জেনারেল সুপ্রিয়া সাহু। বিজেপি নেতা সুরেন্দ্র পুনিয়া টুইট করে জানান, “আপনার এই সাহসিকতা দেশের মানুষকে অনুপ্রেরণা জোগাবে।”
What a wonderful and touching video of Constable Pruthviraj Sinh Jadeja in Kalyanpur village of Gujarat rescuing 2 children by walking one and a half kms in flood water. Hats off to his exemplary dedication and courage #GujaratFloods pic.twitter.com/Ia9cgcYIIP
— VVS Laxman (@VVSLaxman281) August 11, 2019
গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে গুজরাটে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার এমনই তথ্য দিয়েছে বিজয় রূপাণী সরকার। ভারী বর্ষণে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।