বর্ষা আনতে এই গ্রাম যা করল!

''সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!'' বিখ্যাত এই উক্তিটি সময়ে সময়ে বারবার ভারতের ক্ষেত্রে সত্যি প্রমাণিত হয়ে এসেছে। এবারও হল। বিচিত্রতার নজির গরল কর্নাটকের চিত্রদূর্গা জেলার একটি গ্রাম। বৃষ্টি আসবে এই আশায় এক কিশোরকে উলঙ্গ করে রাস্তা দিয়ে হাটালেন গ্রামের বাসিন্দারা। আর সেই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন গ্রামের কয়েক হাজার মানুষ।

Updated By: Jun 17, 2016, 03:38 PM IST
 বর্ষা আনতে এই গ্রাম যা করল!

ওয়েব ডেস্ক : ''সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!'' বিখ্যাত এই উক্তিটি সময়ে সময়ে বারবার ভারতের ক্ষেত্রে সত্যি প্রমাণিত হয়ে এসেছে। এবারও হল। বিচিত্রতার নজির গরল কর্নাটকের চিত্রদূর্গা জেলার একটি গ্রাম। বৃষ্টি আসবে এই আশায় এক কিশোরকে উলঙ্গ করে রাস্তা দিয়ে হাটালেন গ্রামের বাসিন্দারা। আর সেই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন গ্রামের কয়েক হাজার মানুষ।

বিচিত্র এই রীতি অনুসারে ওই কিশোরটিকে কপালে সিঁদুর পড়িয়ে, গলায় ফুলের মালা দিয়ে উলঙ্গ করে রাস্তায় হাটানো হয়। তার মাথার উপর ছিল গণেশের একটি মূর্তি। তাকে রাস্তায় হাটানোর সময় গ্রামবাসীরা তার পিছন পিছন মন্ত্র উচ্চারন করতে করতে যাচ্ছিলেন।

গ্রামবাসীদের বক্তব্য, এই রীতি গ্রামে আজকের নয়। প্রায় প্রতিবছরই এই একই রীতি চলে আসেছে। আর এতেই নাকি আসে বর্ষা।

.