ভারতীয় সংস্কৃতির বই রাখা বাধ্যতামূলক হল রেল স্টেশনের স্টলে
Updated By: Sep 8, 2017, 11:26 PM IST
ওয়েব ডেস্ক: প্ল্যাটফর্মের উপরে থাকা 'মাল্টি পারপাস স্টলে' এবার ভারতীয় সংস্কৃতি, সভ্যতা এবংর নীতিকথার বই রাখা বাধ্যতামূলক করল রেল মন্ত্রক। রেলের জোনাল কর্তৃপক্ষকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই ধরনের স্টলগুলিতে যেন অবশ্যই ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ, নৈতিকতা এবং ইতিহাস সংক্রান্ত বই অবশ্যই বিক্রি করা হয়। পাশাপাশি, জোনাল রেলওয়ে টাইমটেবিল, ট্রেনস অ্যাট এ গ্লান্স এবং রেলের অন্যান্য প্রকাশনা সমূহও যেন সঠিকভাবে সাজান থাকে বিক্রির উদ্দেশে। উল্লেখ্য, রেল স্টেশনে যেসব স্টলে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, সেগুলিকেই 'মাল্টি পারপাস স্টল' বলা হয়ে থাকে।