অসমে মাঝ ব্রহ্মপুত্রে ৪৫ জন যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা
গোয়াহাটি থেকে উত্তর গোয়াহাটি যাচ্ছিল নৌকাটি।
নিজস্ব প্রতিবেদন: বন্যায় বিধ্বস্ত অসম। জলমগ্ন রাজ্যের চারটি জেলা। এর মধ্যেই উত্তর গোয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীতে ডুব গেল যাত্রিবাহী নৌকা। ওই বোটে ছিলেন ৪৫ জন যাত্রী। যাত্রীদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল ও অসম পুলিস। গোয়াহাটি থেকে উত্তর গোয়াহাটি যাচ্ছিল নৌকাটি। আচমকা বন্ধ হয়ে যায় ইঞ্জিন। পার থেকে ২০০ মিটার দূরে ডুবে যায় নৌকাটি।
আর একটি সংবাদমাধ্যমের দাবি, নৌকায় ৩৬ জন ছিলেন। হঠাত্ মাঝপথে যাত্রিক ত্রুটির কারণে সেটি ধাক্কা মারে অশ্বক্লান্তা জলপ্রকল্পে। তার জেরেই মাঝ নদীতে সেটি উল্টে যায়। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনা।
#Assam: A boat with about 45 passengers capsized in Brahmaputra river in North Guwahati. Police&SDRF teams have rushed to the spot. Rescue operation underway. pic.twitter.com/2Yh6S3X5or
— ANI (@ANI) September 5, 2018
৩৬ জনের মধ্যে ৩৩ জন যাত্রী ও বাকি ৩জন কর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬-৭ বছরের একটি শিশু ও প্রায় ১২ জন মহিলা নৌকায় ছিলেন। এখনও পর্যন্ত ১১ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ মিলছে না।
নৌকায় বাইক এবং গাড়িও ছিল। তবে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বন্যায় জলের তলায় চলে গিয়েছে অসমের চারটি জেলার বিস্তীর্ণ এলাকা। ৪৮টি গ্রামের ১২ হাজার ৪২৮ জন মানুষ আটকে রয়েছেন বন্যায়। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ধেমাজি জেলা। বিশ্বনাথ ও গোলাঘাট জেলায় খোলা হয়েছে ত্রাণ শিবির।
আরও পড়ুন- সাদা-নীল রং করলেই হয় না,দরকার পরিকাঠামো ও পরিকল্পনা: কৈলাস