কসাভের প্রাণদণ্ডকে স্বাগত জানিয়ে এবার আজফল গুরুর ফাঁসির দাবি বিজেপির
২৬/১১-র মুম্বই হানার একমাত্র জীবিত জঙ্গী আজমল কসাভের ফাঁসির ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিজেপি। দলের মুখপাত্র মুখতার আব্বাস নখভি বলেন এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের কাছে কড়া বার্তা পৌঁছবে। তবে রাষ্ট্রপতির কাছে আরও যে সব আবেদন পড়ে আছে সেগুলিও ফেলে রাখা উচিত নয় বলেও জানিয়েছে বিজেপি। সেই সঙ্গে ২০০১ সালে সংসদ চত্বরে জঙ্গি হানা মামলায় দোষি আফজল গুরুকেও প্রাণদণ্ড দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি।
২৬/১১-র মুম্বই হানার একমাত্র জীবিত জঙ্গী আজমল কসাভের ফাঁসির ঘটনাকে
স্বাগত জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিজেপি। দলের মুখপাত্র মুখতার
আব্বাস নখভি বলেন এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের কাছে কড়া বার্তা পৌঁছবে। তবে
রাষ্ট্রপতির কাছে আরও যে সব আবেদন পড়ে আছে সেগুলিও ফেলে রাখা উচিত নয় বলেও
জানিয়েছে বিজেপি। সেই সঙ্গে ২০০১ সালে সংসদ চত্বরে জঙ্গি হানা মামলায় দোষি আফজল গুরুকেও
প্রাণদণ্ড দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি।
কাসভকে ফাঁসি দিতে দেরী হলেও এটা ভালো খবর বলে জানিয়েছে বিজেপি। কসাভকে প্রাণদণ্ড দেওয়ার ঘটনাটা ২৬-১১ হামলায় নিহতদের আত্মীয়দের কিছুটা হলেও দ্রুত ফাঁসি দেওয়ার দাবি করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যেভাবে দ্রুততার সঙ্গে কাসভের প্রাণভিক্ষার আর্জি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন নেতা বিজেপি।
অন্যদিকে, সিপিআইএম পলিটবুরো সদস্য বৃন্দা কারাট বলেন, কসাভের ফাঁসি ভারতের ইতিহাসে দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে চিহ্নিত হবে। তাঁর দাবি, সন্ত্রাসবাদের মূল চক্রীদের খুঁজে বার করতে আরও তত্পর হোক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, কসাভের ফাঁসি নিয়ে বিজেপি-র অবস্থানেরও এদিন কড়া সমালোচনা করেছেন বৃন্দা কারাট।
আজ সকাল সাড়ে সাতটায় পুণের ইয়েরওয়াড়া জেলে কসাভকে ফাঁসি দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত চিকিত্সকও কসাভকে মৃত ঘোষণা করেছেন। জেলের ভিতরেই কসাভের শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।