মানিকের আবাসে মিলেছিল মহিলার কঙ্কাল, ট্যাঙ্ক সাফাইয়ের পরামর্শ দেওধরের
বাসাবদলের আগে সেপটিক ট্যাঙ্ক পরিস্কারের পরামর্শ সুনীল দেওধরের।
নিজস্ব প্রতিবেদন: পালাবদল হয়েছে ত্রিপুরায়। মুখ্যমন্ত্রীর আবাস ছেড়ে দলের রাজ্য দফতরে উঠে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিকের ছেড়ে যাওয়া আস্তানায় এবার সংসার পাতবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার আগে বিপ্লব দেবকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক সাফ করার পরামর্শ দিলেন বিজেপি নেতা সুনীল দেওধর।
শুধু মুখ্যমন্ত্রীই নন, অন্যান্য মন্ত্রীদের নতুন বাড়ির সেপটিক পরিস্কারের পরামর্শ দিয়েছেন সুনীল দেওধর। কেন এমনটা বলছেন তিনি? সুনীলের দাবি, ''২০০৫ সালে মানিক সরকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ২৫ বছরে অগুনতি রাজনৈতিক খুন করেছে ওরা। তাই বিপ্লবকে সেপটিক ট্যাঙ্কে সাফ করার অনুরোধ করেছি।''
Woman's skeleton was found in septic tank at Manik Sarkar's house in 2005.These people lived there for 25 years&have been political murderers, so I've requested Mr. Biplab Deb to get septic tanks of all minister quarters cleaned before they occupy them: Sunil Deodhar,BJP #Tripura pic.twitter.com/oQkvufemAJ
— ANI (@ANI) March 10, 2018
টুইটারে একই ঘটনার কথা উল্লেখ করে দেওধর বলেন, ''২০০৫ সালে ৪ জুন মানিক সরকারের আবাস থেকে উদ্ধার হয়েছিল মহিলার কঙ্কাল। পরে সেই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।''
I request @BjpBiplab, new CM of Tripura, to get septic tanks of all minister quarters cleaned before occupying them. It should be recollected that a woman’s skeleton was found in septic tank of Ex CM Manik Sarkar's quarter on Jan 4, 2005 but the case was deliberately suppressed.
— Sunil Deodhar (@Sunil_Deodhar) March 10, 2018
ত্রিপুরায় বিজেপির জয়ের নেপথ্যে কারিগর এই সুনীল দেওধর।
আরও পড়ুন- ত্রিপুরায় ১টি আসনে নির্বাচনের আগে প্রার্থী প্রত্যাহার সিপিএমের