ভূ স্বর্গে কুস্তি, রাজধানীতে দোস্তি!
Updated By: Apr 7, 2015, 06:48 PM IST
ওয়েব ডেস্ক: একদিকে শ্রীনগরে তুলকালাম। অন্যদিকে, দিল্লিতে আলিঙ্গন। রাজনীতির দুই ভিন্ন ফ্রেমে বন্দি হল বিজেপি ও পিডিপি। সেনাআইন বিতর্কে আজ উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা। সম্প্রতি রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ। তারই প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সোমবার উপত্যকায় তিনটি জঙ্গি হামলার ঘটনার উল্লেখ করে তাঁদের দাবি, কোনমতেই সেনাআইন প্রত্যাহার করা যাবে না।
বিধানসভা কক্ষে পাকিস্তান বিরোধী স্লোগানও দেয় বিজেপি। পিডিপি-বিজেপি বাকযুদ্ধে শ্রীনগরের বিধানসভায় যখন ধুন্ধুমার, তখনই দিল্লিতে দেখা গেল অন্য ছবি। সাত রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ। আফস্পা নিয়েই কি প্রধামন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন মুফতি। দানা বাঁধছে জল্পনা।