আজ দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক

চৌঠা জুলাইয়ের পর আজ ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির সংসদীয় কমিটি। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এই বৈঠকে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি সহ দলের শীর্ষ নেতারা। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে।

Updated By: Jul 8, 2013, 12:04 PM IST

চৌঠা জুলাইয়ের পর আজ ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির সংসদীয় কমিটি। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এই বৈঠকে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি সহ দলের শীর্ষ নেতারা। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে।
কোন কোন রাজ্যে প্রচারে জোর দেওয়া হবে, তাও ঠিক হতে পারে ওই বৈঠকে। ষোলই জুলাই জগন্নাথের রথযাত্রায় অংশ নিতে পুরী যাচ্ছেন নরেন্দ্র মোদী। তখনই ওড়িশায় দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে মনে করা হচ্ছে। এরপর ২৭ জুলাই হায়দরাবাদে একটি পদযাত্রায় অংশ নেবেন তিনি। ভোটারদের কাছে পৌঁছতে দেশের সমস্ত লোকসভা আসনে রাজনৈতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে বিজেপি।  

.