গুজরাত হিংসা ইস্যুকে খড়কুটো করতে চাইছে কংগ্রেস, কটাক্ষ বিজেপির

দশ বছরের ব্যর্থতা ঢাকতে গুজরাট হিংসাকে সামনের সারিতে আনতে চাইছে কংগ্রেস। রাহুল গান্ধীকে এই ভাষাতেই কটাক্ষ করল বিজেপি। গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া অত্যন্ত হঠকারিতার সিদ্ধান্ত হয়ে যাবে। গতকাল সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ সভাপতি। ব্যর্থতা আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। এবারের নির্বাচনেই হবে ভরাডুবি। আর তাই গুজরাট হিংসা ইস্যুকে খড়কুটো করতে চাইছে কংগ্রেস। এই ভাষাতেই এবার রাহুল গান্ধীকে তোপ দাগল বিজেপি।

Updated By: Mar 17, 2014, 11:10 PM IST

দশ বছরের ব্যর্থতা ঢাকতে গুজরাট হিংসাকে সামনের সারিতে আনতে চাইছে কংগ্রেস। রাহুল গান্ধীকে এই ভাষাতেই কটাক্ষ করল বিজেপি। গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া অত্যন্ত হঠকারিতার সিদ্ধান্ত হয়ে যাবে। গতকাল সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ সভাপতি। ব্যর্থতা আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। এবারের নির্বাচনেই হবে ভরাডুবি। আর তাই গুজরাট হিংসা ইস্যুকে খড়কুটো করতে চাইছে কংগ্রেস। এই ভাষাতেই এবার রাহুল গান্ধীকে তোপ দাগল বিজেপি।

রবিবারই সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাত্কারে গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া অত্যন্ত হঠকারিতার সিদ্ধান্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এরপরই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে বিজেপি। তাদের পাল্টা কটাক্ষ, মানুষের দৃষ্টি ঘোরাতেই এইসব মন্তব্য করছেন সোনিয়া তনয়। জনসমর্থন হারিয়ে সংখ্যালঘুদের মন পেতে গুজরাট হিংসাকে তুলে আনতে চাইছেন রাহুল গান্ধী।

চুরাশির শিখবিরোধী হিংসার দায়ও ঝেড়ে ফেলতে চেয়েছেন রাহুল। বিজেপির তোপ, একেকবার একেকরকম কথা বলছেন রাহুল। চুরাশির শিখবিরোধী হিংসায় দলেরই কয়েকজন নেতা জড়িত বলে একসময় মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ সভাপতি। ভোটের মুখে রাহুলের সুর বদলই এখন বিজেপির অন্যতম হাতিয়ার।

.