লোকসভা ভোটে ৯০ শতাংশ আসনে হারবে বিজেপি, বললেন দলেরই সাংসদ
রবিবার কুরুক্ষেত্রের তিগাঁও প্রাথমিক স্কুলে 'লোকতন্ত্র বাঁচাও র্যালি'-তে বক্তব্য রাখার সময় রাজকুমার বলেন, দেশের অবস্থা এতটাই খারাপ যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ হারবেন বিজেপি প্রার্থীরা।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ লোকসভা নির্বাচনে ৯০ শতাংশ বিজেপি প্রার্থী হেরে যাবেন। না, বিরোধী দলের কোনও নেতা নন। একথা বলেছেন খোদ বিজেপিরই সাংসদ। হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ রাজকুমার সোনি বিঁধলেন নিজের পার্টিকেই। বললেন, 'বিজেপির না নীতি আছে, না ইচ্ছা'।
রবিবার কুরুক্ষেত্রের তিগাঁও প্রাথমিক স্কুলে 'লোকতন্ত্র বাঁচাও র্যালি'-তে বক্তব্য রাখার সময় রাজকুমার বলেন, দেশের অবস্থা এতটাই খারাপ যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ হারবেন বিজেপি প্রার্থীরা। তবে বিরোধী ইন্ডিয়ান লোকদলের নেতা ওমপ্রকাশ চৌতালা ও তাঁর ছেলে অভয় চৌতালাকেও ছাড়েননি তিনি। রাজকুমার বলেন, 'দুর্নীতির দায়ে জেলখাটা লোকজন আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।'
তবে এবারই প্রথম নয়, এর আগেও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজকুমার। জানিয়েছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে টিকিট চাইবেন না তিনি। বরং নিজের দল বানিয়ে ভোটে লড়বেন।