Waqf Panel Meeting | Parliament:'বরখাস্ত করুন', কল্যাণের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি অভিজিতের!

Waqf Panel Meeting | Parliament: বিজেপির অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে বৈঠকে চলাকালীন কাঁচের বোতলে ভেঙে যৌথ সংসদীয় কমিাটি চেয়ারম্যান, বিজেপি সাংসদ জগদম্বিকা পালের দিকে ছুঁড়ে মেরেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বোতল ভাঙার সময়ের কাঁচে টুকরোয় হাতে কেটে যায় কল্য়াণের। চারটি সেলাই করতে হয়।

Updated By: Oct 23, 2024, 10:37 PM IST
Waqf Panel Meeting | Parliament:'বরখাস্ত করুন', কল্যাণের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি অভিজিতের!

রাজীব চক্রবর্তী: 'ক্ষমার অযোগ্য হিংসাত্বক আচরণ'। স্রেফ একদিনের সাসপেনশন নয়,  তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সদস্যপদ খারিজের দাবিতে এবার লোকসভার স্পিকার ওম বিড়়লাকে চিঠি দিলেন ৩ বিজেপি সাংসদ। নিশিকান্ত ডুবে, অপরাজিতা সারঙ্গি ও বাংলার অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সঙ্গে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে FIR করার আর্জিও।

আরও পড়ুন:  Gujarat: মোদী-শাহের রাজ্যে ভুয়ো আদালত! বিচারক সেজে দিনের দিন প্রতারণা....

ঘটনাটি ঠিক কী? ওয়াকফ বিল যৌথ সংসদীয় কমিটি বৈঠকে তুলকালাম কাণ্ড। গতকাল, মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠক চলাকালীন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। তৃণমূল সাংসদকে কল্যাণকে মিটিং রুমে নিয়ে যান সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং সঞ্জয় সিংহ।

কল্যাণকে একদিনের জন্য সাসপেন্ড করেছে লোকসভার স্পিকার। বিজেপির অভিযোগ, বৈঠকে চলাকালীন কাঁচের বোতলে ভেঙে যৌথ সংসদীয় কমিাটি চেয়ারম্যান, বিজেপি সাংসদ জগদম্বিকা পালের দিকে ছুঁড়ে মেরেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বোতল ভাঙার সময়ের কাঁচে টুকরোয় হাতে কেটে যায় কল্য়াণের। চারটি সেলাই করতে হয়।

আরও পড়ুন:  Haryana: এরকম বস হোক অফিসে-অফিসে! দীপাবলির উপহারে ১৫ কর্মীকে দিল দামি গাড়ি...

বিজেপি ৩ সাংসদ নিশিকান্ত ডুবে, অপরাজিতা সারঙ্গি ও  অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় লোকসভা স্পিকারে চিঠিতে জানিয়েছেন, 'কল্যাণের আচরণ 'ক্ষমার অযোগ্য হিংসাত্মক' ছিল। এথিক্স কমিটিকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিন'। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতের সুপারিশ, এথিক্স কমিটি তদন্ত ও রিপোর্টের ভিত্তিতে ৩ বারের তৃণমূল সাংসদকে বরখাস্ত করা উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.