বাজেট অধিবেশনে রণকৌশল ঠিক করতে বিজেপির বৈঠক

সংসদের আসন্ন বাজেট অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে বৈঠকে করল বিজেপি সংসদীয় দল। সকাল ১১টায় দলের শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে এই বৈঠক হয়।

Updated By: Mar 11, 2012, 03:17 PM IST

সংসদের আসন্ন বাজেট অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে বৈঠকে করল বিজেপি সংসদীয় দল। সকাল ১১টায় দলের শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিজেপির শীর্ষনেতৃত্ব সহ এনডিএ-র শরিকনেতারাও।
রাজ্যগুলির সম্মতি ছাড়াই এনসিটিটি গঠন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীদের নির্বাচনী বিধিভঙ্গের ঘটনা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সংসদে ইউপিএর বিরুদ্ধে আক্রমণ তীব্র করার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের। বৈঠক শুরু আগে ইউপিএ-র সমালোচনা করে বিজেপি নেতা অরুণ জেটলি বলেন, `` ভোটের ফলাফলেই বোঝা যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা যে তলানিতে ঠেকেছে। এই সরকার অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। লগ্নির অবস্থা খারাপ।``
তবে বিজেপি নেতৃত্বকে রীতিমতো উদ্বেগে রেখেছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ফল। দলীয় সূত্রে খবর, ঠিক কী কারণে উত্তরপ্রদেশে দলের ফল আশানুরূপ হয়নি তা নিয়ে রীতিমতো চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব।  একইভাবে উদ্বেগের কারণ হয়ে রয়েছে উত্তরাখণ্ডে দলের ফলাফলও। ফলে সংসদে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকার কথা পরিকল্পনা থাকলেও জাতীয়স্তরে দলের পরবর্তী রাজনৈতিক দিশার বিষয়টি চিন্তায় রেখেছে বিজেপি নেতৃত্বকে।

.