ইন্টারনেটে হিট বিজেপির 'মওকা মওকা'
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের আগে ঘুরে দাঁড়াতে গুজরাটকে পাখির চোখ করছে কংগ্রেস। প্রায় দু'দশক পর তাদের হাতে দারুণ 'মওকা' এসেছে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সেই আশায় জল ঢালতে কোমর বাঁধছে বিজেপি। ক্রমশ জমে উঠছে ভোটযুদ্ধ। দীপাবলির আগে এবার মওকা মওকা বিজ্ঞাপনটি হাতিয়ার করে কংগ্রেসকে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। অন্তর্জালে ভাইরাল এই ভিডিও।
Diwali @INCIndia style @sanghaviharsh @malviyamit @AmitShah pic.twitter.com/sHWsuq7eos
— Vijay Chauthaiwale (@vijai63) October 18, 2017
গুজরাটের ভোটনির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই গরম হতে শুরু করেছে ভোটবাজার। কংগ্রেস প্রচার করছে, 'বিকাশ গান্ডো থায়ো চে'। যার বাংলা তর্জমা 'উন্নয়ন পাগল হয়ে গিয়েছে'। ১৯৯৮ সাল থেকে গুজরাটে ক্ষমতার বাইরে কংগ্রেস। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে ঘুরে দাঁড়াতে হলে গুজরাটে ক্ষমতার দখল করতে তাই মরিয়া তারা। প্রধানমন্ত্রী নিজের গড়েই তাঁকে মাত দিতে নেমে পড়েছেন রাহুল গান্ধী। সেই ভিডিওটি রিটুইট করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি।
.Have a great Diwali @vijai63 ji https://t.co/scq7wBj6HV
— Smriti Z Irani (@smritiirani) October 18, 2017
ক্রিকেট বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মওকা মওকা বিজ্ঞাপনটি করেছিল একটি টিভি চ্যানেল। সেই ভিডিওটি ব্যবহার করেই কংগ্রেসের কাটা ঘায়ে নুনের ছিটে দিল বিজেপি।
আরও পড়ুন, মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়, অনেক পেছনে কংগ্রেস-শিবসেনা