হিমাচলে জনতার রায় মেনে নিল বিজেপি
হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিল বিজেপি। নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি নেতা শান্তা কুমন্নগ। প্রাক্তন এই হিমাচল মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা রায় মেনে নিচ্ছি। গোটা দল নির্বাচনে একসঙ্গে লড়েছে। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দেয়নি।"
হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিল বিজেপি। নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি নেতা শান্তা কুমন্নগ। প্রাক্তন এই হিমাচল মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা রায় মেনে নিচ্ছি। গোটা দল নির্বাচনে একসঙ্গে লড়েছে। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দেয়নি।"
নির্বাচনী ফল ঘোষণার সকালে বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল মন্তব্য করেছিলেন, তাঁরা সবথেকে খারাপ পরিণতির জন্য প্রস্তুত রয়েছেন। কয়েক রাউন্ড ফল প্রকাশিত হওয়ার পর, কংগ্রেসের জয় যখন নিশ্চিত হয়ে যায় তখন ধুমাল বলেন, "মানুষের সিদ্ধান্তই ঠিক। তাঁরা আমাদের সমর্থন করলেও ভাল, না করলেও ভাল। আমি জনতার মতকে স্বাগত জানাব।" তাঁর দল ২২টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে। ২৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে ৩১টি আসন। তারা রাজ্যের ৩৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে।
২০০৭ হিমাচল নির্বাচনে কংগ্রেস পায় ২৩ টি আসন। বিজেপি পেয়েছিল ৪১টি আসন। বিশ্লেষকদের মত, জাতীয় রাওজনীতির নিরিখে কংগ্রেস যখন `ব্যক ফুটে`, সেখানে হিমাচলে তাঁদের জয়, নিসন্দেহেই তাৎপর্যপূর্ণ।