মাত্র ১ দিনের ব্যবধানে বিজেপির নরম সুর বদলে গেল আক্রমণে

Updated By: Jul 8, 2015, 11:17 PM IST
মাত্র ১ দিনের ব্যবধানে বিজেপির নরম সুর বদলে গেল আক্রমণে

এক দিনের ব্যবধান। নরম সুর বদলে গেল ক্ষুরধার আক্রমণে। গরমাগরম ইস্যুতে অমিত শার নীরবতার পর আজ বিজেপি শিবির দারুণভাবে মুখর। কেন্দ্রীয় নেতাদের সামনে রেখে দিনভর চলল ড্যামেজ কন্ট্রোল।

দলের সর্বাধিনায়ক রাজ্যে এলেন। দু-দুটো কর্মিসভায় জোলো বক্তৃতা দিয়ে চলে গেলেন। পাড়ুই, সাত্তোর, সারদা নিয়ে একটি কথাও বললেন না! নির্বাচনী রণকৌশলের শুকনো থিওরি আওড়েই দায় সারলেন।  
মানতে পারেনি রাজ্য বিজেপি। তাই বিজেপি সভাপতি বাংলা ছাড়তেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। রাজ্যে সংগঠনের স্বাস্থ্য একেবারেই ভাল নয়। বাংলার বিজেপি নেতারা তা বিলক্ষণ জানেন। কিন্তু তারপরেও

এই রাস্তায় হাঁটা ছাড়া বোধহয় গতি ছিল না।

মঙ্গলবার শরত্‍ সদনের সভায় দু-দুবার বক্তব্য রাখেন অমিত শা। তাঁর কাছ থেকে দুহাজার চোদ্দর চৌরঙ্গী জনসভার ঝাঁঝ আশা করেছিলেন বিজেপির নীচুতলার কর্মীসমর্থকরা। কিন্তু আশ মেটেনি। উল্টে আশা বদলে

গেছে আশঙ্কায়।  তৃণমূলের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি দোস্তিই রাখবে, তাহলে রাজ্যে এই কুস্তির দরকার কী? অমিতের নীরবতায় জোরাল হয় প্রশ্ন। অসন্তোষ টের পেয়ে  কেন্দ্রীয় নেতার মুখ সামনে রেখে

শুরু হয় লাগাতার আক্রমণ।

বিজেপি-তৃণমূল সংঘাতে বীরভূম জ্বলছে। দলীয় বৈঠকে তা নিয়ে একটি শব্দও খরচ করেননি অমিত শা। বুধবার সেই বীরভূম কাণ্ডেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত দাবি করল বিজেপি। তাও আবার নন্দীগ্রাম

ইস্যুতে মমতাকে বিঁধে।

 

.