রাজ্যে ৭ হেভিওয়েট পর্যবেক্ষক (Observers) নিয়োগ করল বিজেপি, পাঁচ জনই কেন্দ্রীয় মন্ত্রী

নজরে হাওড়া-হুগলি-বর্ধমান

Updated By: Dec 18, 2020, 06:20 PM IST
রাজ্যে ৭ হেভিওয়েট পর্যবেক্ষক (Observers) নিয়োগ করল বিজেপি, পাঁচ জনই কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। এর মধ্যেই রাজ্য রাজনীতিতে বিপুল পটবদল ঘটে চলেছে। সেই পটবদলের মধ্যেই বিজেপি পশ্চিমবঙ্গের জন্য ৭ জন পর্যবেক্ষককে নিয়োগ করল। এঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দলের কাজকর্ম দেখা শোনা করবেন। এই সাতজনই যথেষ্ট হেভিওয়েট।
এই সাত হেভিওয়েট পর্যবেক্ষকের মধ্যে পাঁচ জনই কেন্দ্রীয় মন্ত্রী। এ ছাড়াও আছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

পাঁচ কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে আছেন :

অর্জুন মুণ্ডা (Arjun Munda: Minister for tribal affairs)

সঞ্জীব বালিয়ান (Sanjiv Balyan: Minister for Animal husbandry)

গজেন্দ্র সিং শেখাওয়াত  (Gajendra Singh Shekhawat:Minister for jal shakti)

 
মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya : Minister for Shipping)

প্রহ্লাদ সিং প্যাটেল (Pralhad Singh Patel: Minister for Tourism and culture)

এ ছাড়াও আছেন :

কেশবপ্রসাদ মৌর্য (keshav prasad Mauriya, UP deputy CM) 

নরোত্তম মিশ্র (Narottam Mishra, MP home minister)।

সূত্কেরের খবর, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে ৬টি লোকসভায় কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নৌ পরিবহণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ৬টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতিকাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জলবিদ্যুৎমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে বাংলার ৫টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ানকে বাংলার ৫টি লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডাকেও বাংলার ৫টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া দু'রাজ্যের সিনিয়র মন্ত্রী পরিষদকেও বাংলায় নিয়োগ করা হয়েছে। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যকে বাংলার হাওড়া ও হুগলির ৩টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের প্রবীণ স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকেও বাংলার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। নরোত্তম মিশ্র বাংলার বর্ধমান অঞ্চলের ৩টি লোকসভা কেন্দ্রের কাজ দেখবেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিজেপি বাংলার ভোট নিয়ে খুবই সতর্ক এবং সংগঠনী মনোভাবসম্পন্ন। সেই কারণে তারা পশ্চিমবঙ্গে লোকসভা আসনভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করে সংগঠনের শক্তি বাড়ানোর দিকে মন দিয়েছে।

also read: Farmers' Protest Updates: Video Conference: এটা ৩০ বছর আগেই হওয়া উচিত ছিল: Narendra Modi

 

 

 

.