অশোক গাঙ্গুলির পদত্যাগের দাবিতে বিজেপির সঙ্গে গলা মেলাল তৃণমূল, উত্তাল সাংসদ
রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অশোক গাঙ্গুলির পদত্যাগের জন্য চাপ বাড়ছে। অশোক গাঙ্গুলির পদত্যাগের দাবিতে আজ লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিজেপি ও তৃণমূল একযোগে এতদিন চাপ বাড়ছিল সংসদের বাইরে। এবার সংসদের ভিতরেও তা চলে এল। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে অশোক গাঙ্গুলির ইস্তফা চেয়ে শুক্রবার শুরুতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। অশোক গাঙ্গুলির পদত্যাগ নিয়ে আলোচনা চান বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। যৌন নির্যাতনে অভিযুক্ত হওয়ার পরেও অশোক গাঙ্গুলি কেন মানবাধিকার কমিশনের পদে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অশোক গাঙ্গুলির পদত্যাগের জন্য চাপ বাড়ছে। অশোক গাঙ্গুলির পদত্যাগের দাবিতে আজ লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিজেপি ও তৃণমূল একযোগে এতদিন চাপ বাড়ছিল সংসদের বাইরে। এবার সংসদের ভিতরেও তা চলে এল। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে অশোক গাঙ্গুলির ইস্তফা চেয়ে শুক্রবার শুরুতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। অশোক গাঙ্গুলির পদত্যাগ নিয়ে আলোচনা চান বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। যৌন নির্যাতনে অভিযুক্ত হওয়ার পরেও অশোক গাঙ্গুলি কেন মানবাধিকার কমিশনের পদে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অশোক গাঙ্গুলির অপসারণ চেয়ে বিজেপি নেত্রীর সঙ্গে সুর মেলান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
তুমুল হৈ হট্টগোলের জেরে বেলা বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ মীরা কুমার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারি অবশ্য অশোক গাঙ্গুলি বিতর্কে বল ঠেলেছেন তৃণমূলের কোর্টেই ।
বিরোধীদের হৈ-হট্টগোলে দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। অধিবেশনের শুরুতেই