গত এক বছরে বিজেপির সম্পত্তি বেড়েছে ২২ শতাংশ, ১৫ শতাংশ কমেছে কংগ্রেসের
এমনটাই হিসেব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর
নিজস্ব প্রতিবেদন: এক বছরে বিজেপির সম্পত্তি বেড়েছে দুশো কোটি টাকারও বেশি। এমনটাই হিসেব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।
আরও পড়ুন-পরকীয়ার ‘কাঁটা’ সরাতেই স্ত্রীর শরীরে বিষপ্রয়োগ শিক্ষকের!
এডিআর এর হিসেব মতো গত এক বছরের বিজেপির সম্পত্তি বেড়েছে ২২.২৭ শতাংশ। ২০১৬-১৭ সালে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ১২১৩.১৩ কোটি টাকা। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ১৪৮৩.৩৫ কোটি টাকা।
এদিকে বিজেপির ভান্ডার ফুলে ফেঁপে উঠলেও কংগ্রেসের সম্পত্তি কমেছে ১৫.২৬ শতাংশ। ২০১৬-১৭ সালে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৮৫৪.৭৫ কোটি টাকা। ২০১৭-১৮ সালে সেই সম্পত্তির পরিমাণ কমে হয়েছে ৭২৪.৩৫ কোটি টাকা। পাশাপাশি এনসিপির সম্পত্তি কমেছে ১৬.৩৯ শতাংশ।
আরও পড়ুন-নদিয়ার বগুলায় বিজেপিনেতাকে মারধরের পর গুলি, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ
বিজেপি, কংগ্রেস, এনসিপি, বহুজন সমাজ পার্টি, সিপিআই, সিপিএম, তৃণমূলের ঘোষিত সম্পত্তির একটি হিসেব দিয়েছে এডিআর। সেখানে দেখা যাচ্ছে সবার মোট সম্পত্তি বেড়েছে ৬ শতাংশ। তৃণমূল কংগ্রেসের সম্পত্তি বেড়েছে ১০.৮৬ শতাংশ। ২০১৭-১৮ সালে তা হয়েছে ২৯.১০ কোটি টাকা।