Bishweswar Tudu: 'সিভিল সার্ভিস পাশ করা অফিসাররা হলেন...', এ কি বললেন বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী!
মন্ত্রী, যিনি ওড়িশার একজন সাংসদ, তিনি বলেছিলেন যে UPSC অফিসটি দিল্লিতে তাঁর বাসভবনের ঠিক পিছনে রয়েছে এবং প্রাথমিকভাবে তিনি এটির প্রতি উচ্চ শ্রদ্ধাশীল ছিলেন তবে তাঁর ধারণা এখন পরিবর্তিত হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু দাবি করেছেন যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) মাধ্যমে নিযুক্ত অনেক কর্মকর্তাই ‘ডাকাত’। তিনি অভিযোগ করেন যে একজন ‘মুরগি চোর’ কে শাস্তি দেওয়া যেতে পারে, তবে একজন কর্মকর্তা যিনি খনি মাফিয়া চালান তাকে স্পর্শ করা যাবে না কারণ সিস্টেম তাকে রক্ষা করে।
বালাসোর জেলার বালিয়াপালে একটি সরকারী স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এক সমাবেশে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক ও জলশক্তি প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
ভাইরাল একটি ভিডিয়োতে তাকে ওই বিতর্কিত বক্তব্য বলতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: Jamshedpur: ঝাড়খণ্ডের জামশেদপুরে ১৪৪ ধারা, ধর্মীয় পতাকা নিয়ে হিংসা, ভস্মীভূত দোকানপাট-যানবাহন
টুডু আরও বলেন, ‘আমার একটা ধারণা ছিল যে যারা UPSC-এর মাধ্যমে নিয়োগ পান... তারা সবথেকে জ্ঞানী ব্যক্তি এবং সর্বদা উচ্চ পদে থাকেন। কিন্তু এখন, আমি মনে করি যে সেখান থেকে যারা যোগ্যতা অর্জন করেছে তাদের বেশিরভাগই সম্ভবত ডাকাত। আমি ১০০ শতাংশ বলি না, তবে তাদের মধ্যে অনেকেই ডাকাত’।
UPSC হল দেশের প্রধান কেন্দ্রীয় নিয়োগ কমিশন, যা একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করে।
আরও পড়ুন: Week 2| Daily Cartoon| সোমান্তরাল| পুরী পে চর্চা
মন্ত্রী, যিনি ওড়িশার একজন সাংসদ, তিনি বলেছিলেন যে UPSC অফিসটি দিল্লিতে তাঁর বাসভবনের ঠিক পিছনে রয়েছে এবং প্রাথমিকভাবে তিনি এটির প্রতি উচ্চ শ্রদ্ধাশীল ছিলেন তবে তাঁর ধারণা এখন পরিবর্তিত হয়েছে।
তার বক্তৃতার সময়, টুডু আরও প্রশ্ন করেছিলেন, ‘এরকম শিক্ষিত লোক থাকলে আমাদের সমাজ কেন দুর্নীতি ও অবিচারে নিমজ্জিত?’ তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অভাবের কারণেই এমনটা হয়েছে। আমাদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা ও চিন্তাভাবনার অভাব’। মন্ত্রী ২০২১ সালে ময়ূরভঞ্জে তার নির্বাচনী এলাকায় রাজ্য সরকারের আধিকারিকদের বিরুদ্ধে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ এনে বিতর্কের জন্ম দিয়েছিলেন।