পাখির ধাক্কা, কপালজোরে প্রাণে বাঁচলেন ১৭৪ জন বিমানযাত্রী
Updated By: Jul 16, 2017, 05:09 PM IST
ওয়েব ডেস্ক : বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা। ইমার্জেন্সি ব্রেক কষে সঙ্গে সঙ্গে বিমানকে জরুরি অবতরণ। কপালজোরে প্রাণে বাঁচলেন বিমানের ১৭৪ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ সকালে রাঁচি বিমানবন্দরে।
রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার এশিয়ার বিমানটি। ওড়ার পর মুহূর্তে ঘটে দুর্ঘটনাটি। সঙ্গে সঙ্গে বিমানটিকে অবতরণ করানো হয়। আপত্কালীন দরজা দিয়ে বাইরে পের করে আনা হয় যাত্রীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের ঘূর্ণায়মান পাখাগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরতেও দেখা যাচ্ছিল।
আরও পড়ুন, ১৫৮১ জন 'অপরাধী'র ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি