মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বেড়ে হচ্ছে ২৬ সপ্তাহ

মহিলা কর্মীদের জন্য সুখবর। সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বেড়ে হচ্ছে ২৬ সপ্তাহ। আজ রাজ্যসভায় মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত 1961এর আইনে সংশোধনী আনা হয়েছে।  

Updated By: Aug 11, 2016, 07:34 PM IST
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বেড়ে হচ্ছে ২৬ সপ্তাহ

ওয়েব ডেস্ক: মহিলা কর্মীদের জন্য সুখবর। সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বেড়ে হচ্ছে ২৬ সপ্তাহ। আজ রাজ্যসভায় মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত 1961এর আইনে সংশোধনী আনা হয়েছে।  

আরও পড়ুন- সংসদে কাশ্মীর নিয়ে তামিল সিনেমার 'গান গাইলেন' সাংসদ

সংশোধনীতে বলা হয়েছে এর ফলে নিয়োগকারী সংস্থার খরচ কিছুটা বাড়লেও আখেরে মহিলা কর্মীদের মনোবল বাড়বে। এবং ভবিষ্যতে  আরও কঠোর পরিশ্রম করতে পারবেন তাঁরা। বুধবারই এই বিলের সংশোধনীতে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এর ফলে উপকৃত হবেন সংগঠিত ক্ষেত্রের এক কোটি আশি লক্ষ মহিলা কর্মচারী। দুটি শিশুর ক্ষেত্রে বারো সপ্তাহ থেকে মাতৃত্বকালীন ছুটি বেড়ে হচ্ছে ছাব্বিশ সপ্তাহ। দুটির বেশি সন্তানের ক্ষেত্রে এই ছুটির মেয়াদ বারো সপ্তাহ। গর্ভধারিনী ও দত্তক নেওয়া সন্তান, সবক্ষেত্রেই মায়েরাই এই সুবিধা পাবেন।

.