প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
চাকরি পাননি? কিছু একটা করবেন ভাবছেন। ব্যবসা করতে চান? কিন্তু ব্যবসার জন্য তো অনেক টাকার প্রয়োজন। ভাবছেন, কোথায় পাবেন সে টাকা? ভাববেন না। দেশের বেকার যুবকদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে কেন্দ্রের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি ঋণ পেতে পারেন। ও আরও একটা কথা। যাঁরা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসা বাড়াতে চান, তাঁরাও ঋণ পেতে পারেন এই যোজনায়।
ওয়েব ডেস্ক: চাকরি পাননি? কিছু একটা করবেন ভাবছেন। ব্যবসা করতে চান? কিন্তু ব্যবসার জন্য তো অনেক টাকার প্রয়োজন। ভাবছেন, কোথায় পাবেন সে টাকা? ভাববেন না। দেশের বেকার যুবকদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে কেন্দ্রের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি ঋণ পেতে পারেন। ও আরও একটা কথা। যাঁরা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসা বাড়াতে চান, তাঁরাও ঋণ পেতে পারেন এই যোজনায়।
শিক্ষিত হয়ে অনেকেই বেকার। কিন্তু কিছু করার তাগিদ তাঁদের সব সময় কুঁড়ে কুঁড়ে খায়। ব্যবসার নানা পরিকল্পনাও মাথায় ঘোরে। কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকার দরকার। কে দেবে এতো টাকা? বেকার যুবক-যুবতীরা যদি ব্যবসা করতে চান, তার জন্য হাত বাড়িয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার।
এ বছরই শুরু হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। শুরু হয়েছে মাইক্রো ইউনিটস ডেভলপমেন্ট অ্যান্ড রেফিন্যান্স এজেন্সি লিমিটেড বা MUDRA
এবার দেওয়া যাক এই যোজনার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত--
এই প্রকল্পে আবেদন করে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতেই পারেন যে কোনও বেকার যুবক-যুবতী
যাঁরা ইতিমধ্যে ব্যবসা করছেন, ব্যবসা বাড়াতে তাঁরাও সুযোগ নিতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার
কর্পোরেট নয় এমন ছোট ব্যবসার ক্ষেত্রে এই প্রকল্প থেকে সহায়তা মিলতে পারে
মোট তিনটি স্কিমে ঋণ দেওয়া হয় এই যোজনায়
শিশু
.............
যাঁরা নতুন ব্যবসা শুরু করছেন তাঁরা এই স্কিমে আবেদন করবেন। ঋণ মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত
কিশোর
...................
যাঁরা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং যাঁদের ব্যবসা এখনও দাঁড়ায়নি, তাঁরা এই স্কিমে লোন পেতে পারেন ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত
তরুণ
...................
যাঁরা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং যাঁদের ব্যবসা প্রতিষ্ঠা পেয়েছে, তাঁরা এই স্কিমে লোন পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত
ঋণের জন্য আবেদন করতে কী কী লাগবে?
আপনার সচিত্র পরিচয়পত্র
ঠিকানার প্রমাণপত্র
২টি পাসপোর্ট সাইজ ছবি
এই যোজনার সুযোগ নিতে কোথায় যোগাযোগ করবেন?
যে কোনও ব্যাঙ্কই প্রধামন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ দিয়ে থাকে
এ ব্যাপারে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করলে সমস্ত তথ্য পেতে পারেন।