নীতিশকে 'হারাতে' বিহারে বিজেপির সঙ্গে গাঁটছড়া জিতন রাম মানঝির

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি গাঁটছড়া বাঁধলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মানঝি। বৃহস্পতিবার হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মানঝি পাটনায় বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের উপস্থিতিতে এনডিএ-এর সঙ্গে জোটের কথা ঘোষণা করেন।

Updated By: Jun 12, 2015, 10:12 AM IST
 নীতিশকে 'হারাতে' বিহারে বিজেপির সঙ্গে গাঁটছড়া জিতন রাম মানঝির

ওয়েব ডেস্ক: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি গাঁটছড়া বাঁধলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মানঝি। বৃহস্পতিবার হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মানঝি পাটনায় বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের উপস্থিতিতে এনডিএ-এর সঙ্গে জোটের কথা ঘোষণা করেন।

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মানঝি বলেন ''আমরা এক সঙ্গে লড়ব। যদিও এখনও আসন সমঝোতা হয়নি।''

বিহারে লালু-নীতিশ জোটকে পরাজিত করতেই বিজেপির সঙ্গে গাঁটছড়া বেধেছেন তিনি। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ''বিহারে লালু-নীতিশ জোটকে পরাজিত করাই আমার ও বিজেপির মূল উদ্দেশ্য'' জানিয়েছেন তিনি।

আগামী ১৫ জুন মানঝির দলের কোর কমিটির বৈঠক।

সূত্রে খবর ৫০টি আসনে লড়ার দাবি জানাচ্ছে মানঝির দল। অন্যদিকে, বিজেপি  হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে ৩০টির বেশি আসন দিতে নারাজ।

অন্যদিকে, বহিষ্কৃত আরজেডি নেতা তথা মাধেপুরার সাংসদ পাপ্পু যাদবের বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছে।

বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে গেরুয়া পার্টি এনডিএ-এর অনান্য জোট সঙ্গীদের সঙ্গেও আলোচনা চালাচ্ছে।

হিন্দুস্তানি আওয়াম মোর্চার নির্বাচনী প্রতীক হচ্ছে ''হ্যান্ডপাম্প''।

 

.