গণনায় প্রভাব খাটিয়েছেন নীতীশ, নালিশ ঠুকতে কমিশনে আরজেডি-কংগ্রেস প্রতিনিধিরা
এদিকে, মহাজোট ১১৯ আসন পেয়েছে বলে একটি তালিকাও প্রকাশ করেছে আরজেডি।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে ভোটগণনা ৯০ শতাংশ শেষ হয়েছে। এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ১২৩ আসনে। মহাজোট দাঁড়িয়ে ১১৩-তে। এরকম এক উত্তেজক পরিস্থিতিতে নীতীশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযাগ আনল আরজেডি ও কংগ্রেস। এনিয়ে দরবার করতে নির্বাচন কমিশনের অফিসে গেল তাদের প্রতিনিধিদল।
Patna: RJD and Congress delegation arrive at the Election Commission office to raise the issue of Chief Minister Nitish Kumar allegedly influencing counting of votes. pic.twitter.com/t8wt56YrvO
— ANI (@ANI) November 10, 2020
কংগ্রেস নেতা অখিলেশ সিং সংবাদমধ্যমে বলেন, গণনায় ব্যাপক গোলমাল রয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই। এদিকে, মহাজোট ১১৯ আসন পেয়েছে বলে একটি তালিকাও প্রকাশ করেছে আরজেডি।
ये उन 119 सीटों की सूची है जहाँ गिनती संपूर्ण होने के बाद महागठबंधन के उम्मीदवार जीत चुके है। रिटर्निंग ऑफ़िसर ने उन्हें जीत की बधाई दी लेकिन अब सर्टिफ़िकेट नहीं दे रहे है कह रहे है कि आप हार गए है। ECI की वेबसाइट पर भी इन्हें जीता हुआ दिखाया गया। जनतंत्र में ऐसी लूट नहीं चलेगी। pic.twitter.com/puUvIagyDz
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 10, 2020
নির্বাচনে সিপিএম ভালো ভোট পেয়েছে বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিহারে আমাদের স্ট্রাইক রেট ৮০ শতাংশ। বেশি আসন পেলে আমরা মহাজোটের পাশে দাঁড়াতে পারতাম।
The decision will be taken only after final results of #BiharElection are declared. Our fight is for development of Seemanchal (Bihar) which is one of the most backward areas of India: Asaduddin Owaisi, AIMIM on being asked if AIMIM will join hands with RJD to form govt in Bihar pic.twitter.com/zzhl5SQc4O
— ANI (@ANI) November 10, 2020
অন্যদিকে, দলের ভালো ফলে খুশি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তেলঙ্গানায় তাঁর বাড়ির সামনে উত্সব শুরু করে দিয়েছে সমর্থরা। মিম প্রধান বলেন, বিহারের মানুষ আমাদের সম্মানিত করেছে। আমাদের কাছে এটি বড় পাওনা। যা পতিশ্রুতি দিয়েছিলাম তা মেটানোর চেষ্টা করব।