Bihar Election Results 2020: কোভিডের জন্য আমরা হারছি: কেসি ত্যাগী
বিহারের জনাদেশ কী হতে চলেছে?
নিজস্ব প্রতিবেদন: বিহারে প্রাথমিক ভোটপ্রবণতায় পিছিয়ে পড়েছে এনডিএ। কিন্তু তার জন্য তেজস্বী যাদবকে কৃতিত্ব দিতে নারাজ বিজেপি নেতা কেসি ত্যাগী। তাঁর দাবি, কোভিড পরিস্থিতির জন্যেই এই ফল। নীতীশের বিরুদ্ধে জনাদেশ নয়।
সংবাদ সংস্থা ANI-কে কেসি ত্যাগী বলেন,''এক বছর আগে লোকসভা ভোটে একটাও আসন জিততে পারেনি আরজেডি। লোকসভার হিসাব ধরলে জেডিইউ ও তার শরিকদের ২০০টি আসন জেতার কথা।'' নীতীশ কুমারের ব্যক্তিগত ক্যারিশ্মায় কোনও ভাটা পড়েনি বলেও মনে করেন ত্যাগী। দায় চাপিয়েছেন কোভিড পরিস্থিতির উপরে। তাঁর কথায়,''নীতীশ কুমারের ভাবমূর্তি নষ্ট বা আরজেডির ভাবমূর্তি উজ্জ্বল হয়নি। কোভিডের প্রভাব পড়ায় আমরা হারছি।''
A year ago, RJD couldn't win a single seat in Lok Sabha polls. As per Lok Sabha results, JDU & allies were to win over 200 seats. In last one year, nothing has harmed brand Nitish or added to brand RJD, we're losing only due to COVID19 impact: Janata Dal (United) leader KC Tyagi pic.twitter.com/j1dnvkoAFm
— ANI (@ANI) November 10, 2020
এখনও পর্যন্ত প্রাথমিক ভোটপ্রবণতায় এগিয়ে গিয়েছে এনডিএ। পিছিয়ে পড়েছে মহাজোট।
আরও পড়ুন- Bihar Election Results 2020: NDA পিছিয়ে থাকলেও বিহারে এগিয়ে BJP