'নীতীশ কুমারের উন্নয়নের পাশেই রয়েছেন মানুষ, বিহারে ফের সরকার গড়বে এনডিএ'

অমিত শাহ বলেন, এবার বিহারের সামাজিক সমীকরণ এনডিএর দিকে

Updated By: Oct 20, 2020, 12:59 AM IST
'নীতীশ কুমারের উন্নয়নের পাশেই রয়েছেন মানুষ, বিহারে ফের সরকার গড়বে এনডিএ'
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক এলজেপি সরে গেলেও তার কোনও প্রভাব নির্বাচনের ফলে পড়বে না। নীতীশ কুমারের নেতৃত্বেই সরকার গড়বে এনডিএ। জি নিউজকে দেওয়া এক সাক্ষাতকার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-এগারো দিন পর জামিন বিজেপির নবান্ন অভিযানে অস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিংয়ের

কেন ভালো ফল করবে এনডিএ?

অমিত শাহ বলেন, এবার বিহারের সামাজিক সমীকরণ এনডিএর দিকে। পাশাপাশি নীতীশ কুমারের উন্নয়ন। এই দুই ফ্যাক্টরই বিহারে ভালো ফল করতে সাহায্য করবে এনডিএকে।

অমিত শাহ বলেন, মোদীজির নেতৃত্বে নীতীশ কুমার যেভাবে করোনা সামাল দিয়েছেন তা দেখেছে সাধারণ মানুষ। কেন্দ্র একাধিক প্রকল্পের মাধ্যমে মার্চ থেকে ছটপুজো পর্যন্ত সাধারণ মানুষকে খাদ্যশষ্য দেওয়ার ব্যবস্থা করেছে। এর ফল পাবে বিজেপি ও জেডিইউ।

আরও পড়ুন-মমতাকে পুজোয় শাড়ি দিলেন হাসিনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নীতীশ কুমারের আমলে রাস্তা হয়েছে, রাজ্যে একাধিক শিল্প হয়েছে, কারখানা হয়েছে, জল, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। লালু প্রসাদের আমলে জঙ্গলের রাজত্ব ছিল। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। এখন তো গ্রামের মেয়েরা সাইকেল চালিয়ে পাশের গ্রামে পড়তে যেতে পারে। দেশের রাজনৈতিক সচেতন রাজ্যগুলির মধ্যে বিহার অন্যতম। এখানে ভুল প্রচার করে কিছু হবে না। বিহারের মানুষ নীতীশ কুমারের উন্নয়ের সঙ্গেই রয়েছেন।

.