টি-২০ মেজাজে ফেস্টিভ সেলে কেনাকাটা করছে মানুষ, কেনাকাটায় কলকাতাকে পিছনে ফেলছে লুধিয়ানা, ভোপালও!

পুজোর কেনাকাটায় টি-২০ ক্রিকেটের ধুমধাড়াকা ব্যাটিংয়ের মেজাজ ক্রেতাদের মধ্যে। ফেস্টিভ সেলের প্রথমদিনটা কাটছে একবারে পাওয়ার প্লে-র মেজাজে। প্রতি মুহূর্তে ক্রেতা এবং বিক্রিত পন্যের সংখ্যা চক্রবৃদ্ধির হারে বাড়ছে যেন। দিনের শুরুর ১০ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ প্রোডাক্ট বিক্রি করে ফেলেছে ফ্লিপকার্ট। সময় যত এগিয়েছে বিক্রির পারফরম্যান্স তত ভাল হচ্ছে।

Updated By: Oct 13, 2015, 07:27 PM IST
টি-২০ মেজাজে ফেস্টিভ সেলে কেনাকাটা করছে মানুষ, কেনাকাটায় কলকাতাকে পিছনে ফেলছে লুধিয়ানা, ভোপালও!

ওয়েব ডেস্ক: পুজোর কেনাকাটায় টি-২০ ক্রিকেটের ধুমধাড়াকা ব্যাটিংয়ের মেজাজ ক্রেতাদের মধ্যে। ফেস্টিভ সেলের প্রথমদিনটা কাটছে একবারে পাওয়ার প্লে-র মেজাজে। প্রতি মুহূর্তে ক্রেতা এবং বিক্রিত পন্যের সংখ্যা চক্রবৃদ্ধির হারে বাড়ছে যেন। দিনের শুরুর ১০ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ প্রোডাক্ট বিক্রি করে ফেলেছে ফ্লিপকার্ট। সময় যত এগিয়েছে বিক্রির পারফরম্যান্স তত ভাল হচ্ছে।
হিসবেটা সুক্ষ করে বললে আরও ভাল লাগবে। প্রতি সেকেণ্ডে ২৫টি করে আইটেম বিক্রি হয়ে যাচ্ছে চোখের নিমেষে। বেঙ্গালুরু, দিল্লি এবং চেন্নাই কেনাকাটায় রয়েছে সবার আগে। ছোট শহরগুলোর মধ্যে লখনউ, ভোপাল এবং লুধিয়ানাও জমিয়ে কেনাকাটা করছে। কলকাতা কিন্তু বেশ পিছিয়ে এখনও। তালিকায় অনেক নিচের দিকে রয়েছে তিলোত্তমা। ফ্লিপকার্ট ই কমার্সের চিফ মুকেশ বনশাল বলেছেন, 'গত দুদিনে প্রায় ১৬ লক্ষ অ্যাপ ডাউনলোড হয়েছে।'
দেশের ই প্রোডাক্ট ব্যবসার দুই প্রতিদন্দ্বী ফ্লিপকার্ট এবং স্ন্যাপ ডিল। আজ দুই কোম্পানির মধ্যেও চলছে টুইটারে মজাদার কথপোকথন। বিগ বিলিয়ন ডে-র নেশায় এখন একে অপরকে শুভেচ্ছায় ভড়িয়ে দিচ্ছে।
আমাজন ইন্ডিয়া ফেস্টিভ সেল-এ আপনিও যাতে কেনাকাটা করে লাভবান হতে পারেন, তাই দুটো পরামর্শ থাকছেই। এক কেনাকাটা করুন ১৫ মিনিটের মধ্যে। এবং অবশ্যই লেনদেনের জন্য ব্যবহার করুন এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাঁচ দিনের উত্সবের সবে আজ প্রথম দিন। বাকি এখনও চারদিন। তাই কিনতে থাকুন অ্যাপে আঙুল ডুবিয়ে। না হলে, কলকাতাকে কেনাকাটায় গোল দিয়েই যাচ্ছে ছোট শহরগুলোও।

.