লাইনচ্যুত ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেন, আহত ১২

ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে দুর্ঘটনা। রাত ২টো নাগাদ রাজিসরের কাছে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। ঘটনার প্রসঙ্গে অতিরিক্ত পুলিস সুপার সুরেন্দ্র সিং জানিয়েছেন যে, দুর্ঘটনায় ১২ জন মানুষ আহত হয়েছেন। তবে তাঁদের আহতের পরিমান খুব বেশি নয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্‌সার ব্যবস্থা করা হয়েছে। ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে দুর্ঘটনার কারণে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জম্মুতাভি এক্সপ্রেস, কোটা শ্রীনগর ট্রেনের লাইন পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং জয়পুর-সুরাটগড়, লালগড়-আবহর এক্সপ্রেসগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। রাজিয়াপুর পুলিস স্টেশনের এসএইচও গনেশ কুমার জানিয়েছেন যে, স্থানীয় মানুষ এবং পুলিস উভয়ই দুর্ঘটনায় আক্রান্ত মানুষদের উদ্ধারকার্যে হাত লাগিয়েছে এবং যাত্রীদের খাবারও সরবরাহ করা হচ্ছে। যাত্রীদের দুর্ঘটনাগ্রস্থ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Updated By: Nov 19, 2016, 02:18 PM IST
লাইনচ্যুত ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেন, আহত ১২

ওয়েব ডেস্ক: ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে দুর্ঘটনা। রাত ২টো নাগাদ রাজিসরের কাছে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। ঘটনার প্রসঙ্গে অতিরিক্ত পুলিস সুপার সুরেন্দ্র সিং জানিয়েছেন যে, দুর্ঘটনায় ১২ জন মানুষ আহত হয়েছেন। তবে তাঁদের আহতের পরিমান খুব বেশি নয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্‌সার ব্যবস্থা করা হয়েছে। ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে দুর্ঘটনার কারণে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জম্মুতাভি এক্সপ্রেস, কোটা শ্রীনগর ট্রেনের লাইন পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং জয়পুর-সুরাটগড়, লালগড়-আবহর এক্সপ্রেসগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। রাজিয়াপুর পুলিস স্টেশনের এসএইচও গনেশ কুমার জানিয়েছেন যে, স্থানীয় মানুষ এবং পুলিস উভয়ই দুর্ঘটনায় আক্রান্ত মানুষদের উদ্ধারকার্যে হাত লাগিয়েছে এবং যাত্রীদের খাবারও সরবরাহ করা হচ্ছে। যাত্রীদের দুর্ঘটনাগ্রস্থ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন ATM ব্যবহারে সাবধান! মেশিনের কীপ্যাডে থাকতে পারে ভয়ঙ্কর জীবানু

.