রাজ্যসভায় প্রথম বক্তব্যে 'পকোড়া' ইস্যুতে বিরোধীদের বিঁধলেন অমিত শাহ

পি চিদম্বরমকে নিশানা করে অমিত শাহ পকোড়া বিক্রির প্রসঙ্গ টেনে আনেন। শাহ বলেন, ‘কিছু লোক পকোড়া বিক্রিকে বাঁকা চোখে দেখছেন। পকোড়া বিক্রি বা তৈরি কোনও অপমানজনক কাজ নয়। বরং তাকে ভিক্ষের সঙ্গে তুলনা করাটা নক্কারজনক

Updated By: Feb 5, 2018, 06:04 PM IST
রাজ্যসভায় প্রথম বক্তব্যে 'পকোড়া' ইস্যুতে বিরোধীদের বিঁধলেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: পকোড়া বিতর্কে বিরোধীদের জবাব দিলেন রাজ্যসভার সাংসদ অমিত শাহ। সোমবার রাজ্যসভায় প্রথমবার বলতে উঠে বিরোধীদের একহাত নিলেন তিনি। বললেন, বেকার বসে থাকা থেকে পকোড়া ভাজা অনেক ভাল। 
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে নিশানা করে অমিত শাহ পকোড়া বিক্রির প্রসঙ্গ টেনে আনেন। শাহ বলেন, ‘কিছু লোক পকোড়া বিক্রিকে বাঁকা চোখে দেখছেন। কিন্তু আমি মনে করি বেকার থাকার চেয়ে পকোড়া বিক্রি অনেক ভালো। পকোড়া বিক্রি বা তৈরি কোনও অপমানজনক কাজ নয়। বরং তাকে ভিক্ষের সঙ্গে তুলনা করাটা নক্কারজনক। আজ যিনি পকোড়া বিক্রি করে সংসার চালাচ্ছেন ভবিষ্যতে তাঁর ছেলে শিল্পপতি হতে পারেন। একজন চা বিক্রেতার সন্তান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উদাহরণ আপনাদের সামনেই রয়েছে।’
আরও পড়ুন-স্কুলের মধ্যে শ্লীলতাহানি, ছাত্রীকে জড়িয়ে ধরে সেলফি তোলার চেষ্টা যুবকের (ভয়ঙ্কর ভিডিও)
সম্প্রতি জি মিডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘যদি কেউ পকোড়া বিক্রি করে রোজ ২০০ টাকা ঘরে আনেন তাহলে সেটা কি কোনও কর্মসংস্থান নয়?’ ওই মন্তব্যের পর প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় নিশানা করেন চিদম্বরম। তিনি বলেন, তিন বছর হয়ে গেল, সরকার কর্মসংস্থানের কোনও দিশা দেখাতে পারছে না মোদী। চিদম্বরম ট্যুইট করেন, ‘পকোড়া বিক্রিও যদি কর্মসংস্থান হয় তাহলে ভিক্ষে করাও একটা কর্মসংস্থান বলা যায়। অন্তত প্রধানমন্ত্রীর যুক্তিতে। এদেশে যারা দারিদ্রের জন্য ভিক্ষে করতে বাধ্য হন তাঁদের এখন থেকে আর বেকার বলা ‌যায় না।’

 

.