রেলে ২৬ হাজারেরও বেশি শূন্যপদ, আবেদন করতে পারেন মাধ্যমিক উত্তীর্ণরাও
নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে
নিজস্ব প্রতিবেদন: রেলের বিভিন্ন পদে বিপুল সংখ্যক পদ খালি। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগের ওই বিজ্ঞপ্তি। আবেদন করার শেষ তারিখ ৫ মার্চ ২০১৮।
গোটা দেশে রেলের বিভিন্ন ডিভিশনে ওই দুই পদে মোট ২৬,৫০২ জন লোক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি ও মালদা ডিভিশনে ৩ হাজারেরও বেশি পদ খালি। বিস্তারিত জানতে যেতে হবে রেল রিক্রুটমেন্টে বোর্ডের সাইটে । এছাড়াও ৩-৯ ফেব্রুয়ারির এমপ্লয়মেন্ট নিউজে এনিয়ে বিস্তারিত প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় বেলাগাম পাক গোলাগুলি, শহিদ এক ক্যাপ্টেন-সহ ৪
নিয়োগ করা হবে
অ্যাসিস্ট্যান্টট লোকো পাইলট-১৭,৬৭৩
টেকনিশিয়ান-৮,৮২৯
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর আবেদন করতে পারবেন। পাশাপাশি আইটিআইয়ের ফিটার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সহ বিভিন্ন ট্রেডে পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবেন।
অন্যদিকে, টেকনিশিয়ান পদে মাধ্যমিক অথবা আইটিআই পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১ জুলাই ২০১৮ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
রেল সূত্রে খবর, রেলের কলকাতা ডিভিশনে ১,৮২৪টি পদ খালি রয়েছে। এছাড়াও শিলিগুড়ি ডিভিশনে ৪৭৭ ও মালদা ডিভিশনে ৮৮০টি পদ খলি রয়েছে। এছাড়া এলাহাবাদ ডিভিশনে ৪,৬৯৪, বেঙ্গালুরুতে ১,০৫৪, রাঁচিতে ২,০৪৩টি পদ খালি রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.rrbahmedabad.gov.in/images/CEN_01_2018_ALP_Technicians.pdf
http://www.rrbahmedabad.gov.in/