মধ্যপ্রদেশ, রাজস্থানের পর এবার বেঙ্গালুরু পুর নির্বাচনেও জয় বিজেপির, মোদীর 'হ্যাটট্রিক' টুইট
মধ্যপ্রদেশ, রাজস্থানের পর এবার কংগ্রেস শাসিত কর্ণাটকেও বিজেপির জয়ের পদ্ম ফুটল। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু পুরসভা নির্বাচন বা ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকা ( BBMP) নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখল বিজেপি। আগামী পাঁচ বছর বাগিচার শহরের শাসনভার বিজেপি-র হাতেই থাকল। চলতি মাসে মধ্যপ্রদেশ, রাজস্থানের পর বেঙ্গালুরুতে জিতে হ্যাটট্রিক করল বিজেপি।
ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশ, রাজস্থানের পর এবার কংগ্রেস শাসিত কর্ণাটকেও বিজেপির জয়ের পদ্ম ফুটল। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু পুরসভা নির্বাচন বা ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকা ( BBMP) নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখল বিজেপি। আগামী পাঁচ বছর বাগিচার শহরের শাসনভার বিজেপি-র হাতেই থাকল। চলতি মাসে মধ্যপ্রদেশ, রাজস্থানের পর বেঙ্গালুরুতে জিতে হ্যাটট্রিক করল বিজেপি।
যা নিয়ে টুইটও করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য জিতলেও আসন কমল ক্ষমতাসীন বিজেপি-র। এর আগের নির্বাচনে ২০১০ বেঙ্গালুরু পুর নির্বাচনে জিতে প্রথমবার ক্ষমতায় এসেছিল বিজেপি। ২০১৩ রাজ্য নির্বাচনে বিজেপি-কে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। সেই হিসেবে দেখলে আজকের এই জয় বিজেপি-কে রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে উত্সাহ জোগাবে।
After MP & Rajasthan, BBMP poll results complete a hat-trick of wins for BJP. This is a win for politics of development & good governance.
— Narendra Modi (@narendramodi) August 25, 2015
আজ, মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায় ১৯৮টি ওয়ার্ডের বেঙ্গালুরু পুরসভায় বিজেপি জিতেছে ১০০টিতে, কংগ্রেস ৭৬টি আসনে, দেবেগৌড়ার দল জনতা দল সেকুলার পেয়েছে ১৪টি আসন, নির্দল প্রার্থীরা জিতেছেন ৮টি ওয়ার্ডে। এই প্রথমবার বেঙ্গালুরু পুরসভা অর্ধেক আসন মহিলাদের জন্য সংরক্ষিত ছিল।
২০১০ বেঙ্গালুরু পুর নির্বাচনে ১৯৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১১১ টি আসনে। কংগ্রেসের পেয়েছিল ৬৬টি আসন, জেডি (এস) পেয়ছিল ১৫টি আসন।
এক কোটি জনসংখ্যার বেঙ্গালুরু শহরে এই পুরভোটে ভোটাদানের হার ছিল ৫০ শতাংশের কম।