আইসিসপন্থী টুইটার অ্যাকাউন্টের চালক, বেঙ্গালুরুর বাঙালি যুবক গ্রেফতার

আইসিসপন্থী টুইটার অ্যাকাউন্ট হোল্ডার মেহদি মাসুর বিশ্বাসকে শনিবার গ্রেফতার করল কর্ণাটক পুলিস। মেহদি মাসুর স্বীকার করে নিয়েছেন @ShammiWitness এই ইউসার নাম নিয়ে গত কয়েক বছর ধরেই এই টুইটার অ্যাকাউন্টটি চালিয়ে যাচ্ছেন তিনি। ২৪ বছরের এই যুবক জানিয়েছেন, ব্রিটিশ আইসিস জঙ্গিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।  

Updated By: Dec 13, 2014, 07:55 PM IST
আইসিসপন্থী টুইটার অ্যাকাউন্টের চালক, বেঙ্গালুরুর বাঙালি যুবক গ্রেফতার

বেঙ্গালুরু: আইসিসপন্থী টুইটার অ্যাকাউন্ট হোল্ডার মেহদি মাসুর বিশ্বাসকে শনিবার গ্রেফতার করল কর্ণাটক পুলিস। মেহদি মাসুর স্বীকার করে নিয়েছেন @ShammiWitness এই ইউসার নাম নিয়ে গত কয়েক বছর ধরেই এই টুইটার অ্যাকাউন্টটি চালিয়ে যাচ্ছেন তিনি। ২৪ বছরের এই যুবক জানিয়েছেন, ব্রিটিশ আইসিস জঙ্গিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।  

বেঙ্গালুরুর বহুজাতিক সংস্থার এই কর্মীকে আজ ভোরে গ্রেফতার করে পুলিস। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে।

কর্ণাটকের ডিজিপি এল পাচাউ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ''নিজের পরিচয় অতন্ত্য সতর্কতার সঙ্গে লুকিয়ে রেখেছিলেন মেহদি। তাঁর পরিচয় কোনও দিনও সামনে আসবে না, এ বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।''

দিনের বেলায় বেঙ্গালুরুর এই যুবক বহুজাতিক সংস্থার হয়ে কাজ করলেও রাতে সে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস-এর জন্য কাজ করত।

ভার্চুয়াল বিশ্বের বাইরে জঙ্গিদের সঙ্গে এই যুবকের কী ধরণের যোগাযোগ ছিল তাই এখনও খুঁজে বার করার চেষ্টা করছে পুলিস।

এই মেহদি বিশ্বাস কর্মসূত্রে বেঙ্গালুরু নিবাসী হলেও আসতে সে কলকাতার কৈখালির বাসিন্দা।

কিন্তু, ছেলের সঙ্গে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর কোনওরকম যোগ থাকার কথা অস্বীকার করছেন মেহেদির বাবা ওয়েস্টবেঙ্গল ইলেট্রিসিটি বোর্ডের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মিখাইল বিশ্বাস।তাঁর দাবি, গোটা বিষয়টি ভুল বোঝাবুঝির জের।

কৈখালির বিমাননগরে বিশ্বাস পরিবারের সবচেয়ে ছোটছেলে মেহেদি। দুই দিদির আগেই বিয়ে হয়ে গেছে।

ছাত্রজীবনের হাতেখড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ে তারপর পড়াশোনা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলে গুরুনানক টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে স্নাতক ২০১২ থেকে বেঙ্গালুরুতে বহুজাতিক সংস্থায় কর্মরত মেহেদির সঙ্গে আইসিসের যোগাযোগের অভিযোগ ওঠায় হতবাক কৈখালির মানুষ।

টুইটারে আইসিস-এর জনপ্রিয়তম অ্যাকাউন্ট সামলাতেন এক ভারতীয়! শুক্রবার চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছে ব্রিটিশ চ্যানেল ফোর নিউজ। তাদের রিপোর্ট অনুযায়ী 'মেহদি' নামের বেঙ্গালুরু নিবাসী এক ব্যক্তি আইসিস-এর টুইটার অ্যাকাউন্ট চালনা করেন। একটি ভারতীয় বহুজানিক সংস্থার কর্মচারী তিনি।  

তবে, চ্যানেল ফোর নিউজ ওই ব্যক্তির আসল নাম প্রকাশ করেনি। চ্যানেলটির দাবি ওই ব্যক্তি তাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছে আসল নাম সামনে এলে তার প্রাণ সংশয় হতে পারে।   

চ্যানেলটির জানিয়েছে, ''শ্যামি উইটনেস নাম নিয়ে ওই ব্যক্তির টুইট মাসে অন্তত ২০ লক্ষ জন ফলো করে। সম্ভবত আইসিস-এর সবথেকে প্রভাবশালী টুইটার অ্যাকাউন্ট চালায় এই ব্যক্তি। ফলোয়ারের সংখ্যা ১৭,৭০০।''

ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিসের ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

শ্যামি উইটনেসের টুইটার অ্যাকাউন্টটি মূলত বিদেশী জঙ্গিরাই বেশি ফলো করত। এই তথ্য সামনে আসার পর থেকেই অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করা হয়েছে।

চ্যানেলটির দাবি মেহদি দিনের বেশিরভাগ সময়টাই টুইটারে আইসিসি-এর প্রচার চালাত। জঙ্গি, আইসিস সমর্থক এবং কর্মীদের মধ্যে লাগাতার যোগাযোগ চালিয়ে যেত।

আইসিস-এর মত জঙ্গি গোষ্ঠীগুলি সোশ্যালমিডিয়াকে কাজে লাগিয়ে নিজেদের মতাদর্শ, কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক স্তরে নিজেদের সমর্থন বৃদ্ধি ও নতুন কর্মী নিয়োগের কাজও তারা করে চলেছে এই সাইটগুলির মাধ্যমে।

জঙ্গিদের কোনও একটি টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হলে শ্যামি উইটনেস নতুন অ্যাকাউন্ট তৈরি করে সবার কাছে সেটা ফলো করার আবেদন জানাত।

ব্রিটিশ জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। তাদের মৃত্যু হলে টুইটারে তাদের শহীদ বলে ঘোষণা করত।  

ব্রিটিশ চ্যানেলটিকে মেহদি জানিয়েছে পরিবারের জন্যই ভারত ছেড়ে সরাসরি আইসিস যোগদান করতে পারেনি সে।

@ShamiWitness এই টুইটার অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে নিজের মোবাইল ফোন থেকে হাজার খানেক টুইট করত মেহদি।

যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাধারণ জোক, মজার ছবি, সুপারহিরো সিনেমা নিয়েই পোস্ট করত মেহদি।

তবে লিবিয়া বা মিশর নিয়ে তার ফেসবুক স্টেটাস মাঝেমাঝে তার মতাদর্শের পরিচয় দিয়েছে।

 

 

.