দেউলিয়া হলে আর হয়ত দাঁড়ানো যাবে না নির্বাচনে

নির্বাচনে দাঁড়াতে হলে এবার থেকে পকেট রাখতে হবে ভর্তি। কারণ দেউলিয়া হলে আর দাঁড়ানো যাবে না ভোটে। খুব শীঘ্রই হয়ত এমন আইন আসতে চলেছে। বিজয় মালিয়া ইস্যুতে সে কথায় জানাল লোকসভার এথিক্স কমিটি।

Updated By: May 2, 2016, 05:08 PM IST
দেউলিয়া হলে আর হয়ত দাঁড়ানো যাবে না নির্বাচনে

ওয়েব ডেস্ক: নির্বাচনে দাঁড়াতে হলে এবার থেকে পকেট রাখতে হবে ভর্তি। কারণ দেউলিয়া হলে আর দাঁড়ানো যাবে না ভোটে। খুব শীঘ্রই হয়ত এমন আইন আসতে চলেছে। বিজয় মালিয়া ইস্যুতে সে কথায় জানাল লোকসভার এথিক্স কমিটি।

একজন প্রতিনিধি কোন কোন কারণে নির্বাচনে দাঁড়াতে পারবেন না সে বিষয়ে 'জয়েন্ট কমিটি অব ইনসোলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি বিল'-এর প্রধান ভুপিন্দর যাদব বেশ কিছু প্রস্তাব রেখেছেন। এইসব প্রস্তাবের সধ্যে রয়েছে দেউলিয়া হওয়ার বিষয়টিও। একজন দেউলিয়া ব্যক্তি কোনওরকম নির্বাচনে দাঁড়াতে পারবেন না। থাকতে পারবেন না কোনও প্রশাসনিক স্তরেও। কমিটির আনা এইসব প্রস্তাব যদি চলতি অধিবেশনে গ্রহণ করা হয় তবে সংশোধন হবে 'ইনসোলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি বিল'। এবং নতুন আইনে কোনও দেউলিয়া ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারবেন না।

 

.