৩০মে থেকে দেশজুড়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘট, সামিল ১১ লক্ষ কর্মী
আগামী ৩০মে থেকে দেশজুড়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নস। আশানরূপ বেতন বৃদ্ধি না হওয়ায় প্রতিবাদে নেমেছেন দেশের রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কগুলির কর্মী ও আধিকারিকরা।
নিজস্ব প্রতিবেদন : আগামী ৩০মে থেকে দেশজুড়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নস। আশানরূপ বেতন বৃদ্ধি না হওয়ায় প্রতিবাদে নেমেছেন দেশের রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কগুলির কর্মী ও আধিকারিকরা।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫মে বৈঠকে আইবিএ জানিয়ে দেয়, প্রতিটি ক্ষেত্রেই মাত্র ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। যা কোনও ভাবেই সংগঠনগুলির যৌথ মঞ্চ মানতে চায়নি।
সংগঠনের দাবি, প্রধানমন্ত্রীর জন-ধন প্রকল্প, নোট বাতিল, মুদ্রা যোজনা বা অটল পেনশন যোজনা লাগু করতে দিনরাত পরিশ্রম করতে হয়েছিল কর্মীদের। সকলেই মনে করেছিলেন এর প্রভাব বেতন বৃদ্ধিতে দেখা দেবে। কিন্তু বাস্তবে তা না মেলায় ক্ষুদ্ধ ব্যাঙ্ককর্মীরা।
এদিকে, পরপর দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন- দেশের জন্ম নিয়ন্ত্রণে কড়া আইন চান কেন্দ্রীয় মন্ত্রী