মুক্তিযুদ্ধের ভারতীয় সৈনিকদের সম্মান জানাতে চায় বাংলাদেশ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন আট হাজার ভারতীয় সৈনিক। সেইসব সৈনিকদের পরিবারকে সম্মাননা পত্র তুলে দিতে চায় বাংলাদেশ। ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী মণীষ তিওয়ারিকে প্রস্তাবাকারে এই আবেদন জানিয়েছেন বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। আকাশবানীতে সম্প্রচারিত মুক্তিযুদ্ধের খবরের রেকর্ডিং নিজেদের সংগ্রহে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

Updated By: Apr 13, 2013, 11:26 AM IST

বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন আট হাজার ভারতীয় সৈনিক। সেইসব সৈনিকদের পরিবারকে সম্মাননা পত্র তুলে দিতে চায় বাংলাদেশ। ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী মণীষ তিওয়ারিকে প্রস্তাবাকারে এই আবেদন জানিয়েছেন বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। আকাশবানীতে সম্প্রচারিত মুক্তিযুদ্ধের খবরের রেকর্ডিং নিজেদের সংগ্রহে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। অবশেষে স্বাধীনতা। জন্ম নিল এক নুতন রাষ্ট্র। বাংলাদেশ। শত শহীদের প্রাণের বিনিময়ে লেখা হল একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস। স্বাধীনতার লড়াই; শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণজাগরনের ডাক মুজিবর  রহমানের। বঙ্গবন্ধুর বিপ্লবের আহ্বান পৌঁছে গিয়েছিল ভারতবর্ষেও। মুক্তিযুদ্ধের প্রতিটি খুঁটিনাটি খবর এসেছিল ভারতবর্ষের কোনায় কোনায়। সৌজন্যে আকাশবানী কলকাতা।
সে এক ইতিহাস।  প্রণবেশ সেনের লেখা আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের পাঠে জীবন্ত হয়ে উঠছে প্রতিটি মুহুর্ত । বৃহস্পতিবার নতুন দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন ভারত ও বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু মণীষ তিওয়ারি। আকাশবানীতে সম্প্রচারিত মুক্তিযুদ্ধের খবর নিজেদের সংগ্রহে রাখার জন্য ভারতের তথ্যসম্প্রচার মন্ত্রীকে আবেদন জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মুক্তিযুদ্ধ আন্দোলনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। প্রাণ দিয়েছিলেন আটহাজার ভারতীয় সৈনিক। সেইসব শহীদ সৈনিকদের পরিবারকে সম্মাননা পত্র তুলে দিতে চায় বাংলাদেশ।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তথ্য চিত্র তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের তথ্য মন্ত্রী। ভারতবর্ষে বাংলাদেশের বেসরকারি চ্যানেল সম্প্রচারের বিষয়ে তথ্য সম্প্রচার আইন কিছুটা শিথীল করার আবেদন রেখেছে বাংলাদেশ। দুদেশের সিনেমার বাজারকে কীভাবে আরও প্রসারিত করা যায় তানিয়েও কথা হয় দুই মন্ত্রীর। 

.