জাতীয় সড়ক ধরে ধেয়ে আসছে তুষারধস; প্রাণভয়ে পালাচ্ছেন পর্যটকরা, দেখুন ভিডিয়ো
ভিডিয়োটি এখনও প্রর্যন্ত দেখে ফেলেছেন ৭৬০০০ মানুষ
নিজস্ব প্রতিবেদন: গত ৪৮ ঘণ্টায় একের পর এক তুধার ধসে মৃত্যু হয়েছে ৪ সেনা জওয়ান-সহ ৯ জনের। টানা তুষারপাতে এবার সেই একই দৃশ্য ধরা পড়ল পর্যটকদের ক্যামেরায়।
হিমাচল প্রদেশের টিঙ্কু নালায় ৫ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে আসছে তুষার ধস। সেই দৃশ্য ক্যামেরায় ধরে রাখলেন আইআরএস অফিসার নাভেদ ট্রুম্বু। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো।
Ever seen the force of a moving glacier in real-time? This is in Tinku nallah near Pooh on NH-5, Kinnaur, HP.. #ClimateChange is not a distant reality. pic.twitter.com/J7ifxaAh1g
— Naveed Trumboo IRS (@NaveedIRS) January 13, 2020
ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশাল তুষারের স্তুপ পাহাড় থেকে গড়িয়ে নেমে আসছে রাস্তা দিয়ে। কিছু পর্যটক সেই দৃশ্য কামেরাবন্দি করছিলেন। পেছন থেকে অনেকে চিত্কার করে সাবধান করে দেন-পিছিয়ে যান।
নাভেদ ভিডিয়োতে লিখেছেন, কখনও সামনাসামনি কোনও তুষারধস দেখেছেন! ভিডিয়োটি ইতিমধ্যেই নেটিজেনরা দেখে ফেলেছেন ৭৬,০০০ বার। পাল্টা মন্তব্য করেছেন অনেকেই।
Good to see this video. Crazy guys don't have any sense of safety/security. They are busy in recording it from very close.
— Pramod VR (@pramodvr) January 13, 2020
শনিবার বিপুল তুষারপাতের কথা মাথায় রেখে তুষারধসের সতর্কবার্তা জারি করেছে হিমাচলপ্রদেশ সরকার। সেখানে বলা হয়েছে তুষার ধস হতে পারে কুলু, সিমলা, লাহুল-স্ফিতি, কিন্নুরকে।