প্রাকৃতিক সম্পদ বণ্টনে নিলাম অপ্রয়োজনীয়, কেন্দ্রকে স্বস্তি সুপ্রিমকর্টের

প্রাকৃতিক সম্পদ বন্টন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বাধীন পাঁচজনের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে প্রাকৃতিক সম্পদ বন্টনের ক্ষেত্রে নিলামই একমাত্র নীতি নয়। কোন নীতিতে সরকার প্রাকৃতিক সম্পদ বন্টন করবে তা সরকার নির্ধারণ করতে পারবে।

Updated By: Sep 27, 2012, 06:08 PM IST

প্রাকৃতিক সম্পদ বন্টন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বাধীন পাঁচজনের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে প্রাকৃতিক সম্পদ বন্টনের ক্ষেত্রে নিলামই একমাত্র নীতি নয়। কোন নীতিতে সরকার প্রাকৃতিক সম্পদ বন্টন করবে তা সরকার নির্ধারণ করতে পারবে।
শুধুমাত্র স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে নিলাম করা যাবে।  চলতি বছরের ২ ফেব্রুয়ারি এক মামলায় সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ জানিয়েছিল নিলামের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ বন্টন করা উচিত। এরপরই প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ভিত্তিতে সুপ্রিমকোর্টের এই রায়। এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল।
   

.