বন্যায় ভেসে গিয়েছে বন, প্রাণ বাঁচাতে বাড়ির 'বিছানায় উঠে' আশ্রয় নিল রয়্যাল বেঙ্গল!

'বিছানা' জাতীয় কোনও জায়গার উপর বসে রয়েছে বাঘটি!

Updated By: Jul 20, 2019, 11:03 AM IST
বন্যায় ভেসে গিয়েছে বন, প্রাণ বাঁচাতে বাড়ির 'বিছানায় উঠে' আশ্রয় নিল রয়্যাল বেঙ্গল!

নিজস্ব প্রতিবেদন : বন্যা কবলিত অসম। বিপর্যস্ত জনজীবন। এখনও ফুঁসছে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীগুলি। পরিস্থিতি ভালো হওয়ার কোনও লক্ষ্মণ-ই নেই। বরং আরও অবনতি হচ্ছে যেন! ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। অসমের বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা কাজিরাঙা অভয়ারণ্যে।

বন্যায় ভেসে গিয়েছে কাজিরাঙা অভয়ারণ্য। অভয়ারণ্যের ৯৫ শতাংশ এলাকাই জলের তলায়। ইতিমধ্যেই অভয়ারণ্যে ১১টি বন্যপ্রাণের মৃত্যু হয়েছে। বন্য বিধ্বস্ত অসমে সঙ্কটে বন্যপ্রাণীরা। কাজিরাঙা অভয়ারণ্যের পরিস্থিতি ভয়াবহ। দুর্গত বন্যপ্রাণীগুলিকে অন্যত্র নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা চলছে। এমন সময়ই সামনে এল এই ছবি।

বন্যার হাত থেকে বাঁচতে বাড়িতে ঢুকে 'আশ্রয়' নিয়েছে একটি রয়্যাল বেঙ্গল। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার টুইট করা ছবিতে দেখা যাচ্ছে, বাড়িতে ঢুকে পড়েছে বাঘটি। 'বিছানা' জাতীয় কোনও জায়গার উপর বসে রয়েছে সেটি! বন ভেসে গিয়েছে। থাকার জায়গা নেই। তাই আশ্রয় খুঁজতেই লোকালয়ে 'হানা' রয়্যাল বেঙ্গলের।

জানা গিয়েছে, অভয়ারণ্য থেকে বেরিয়ে আজ সকালে কারবি হিলসের দিকে প্রথমে যেতে দেখা যায় বাঘটিকে। এর কিছুপরই লাফ দিয়ে দেওয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাঘটি। পরিত্যক্ত লোহা-লক্কড়ের একটি গুদামের অন্ধকার ঘরে আশ্রয় নেয় বাঘটি। বাঘটিকে ঘুম পাড়িয়ে উদ্ধারের চেষ্টা করছেন বনকর্মীরা।

এর আগে মায়ের কোল ছাড়া হয়ে বন্যার জলে ২ গন্ডার শাবকের ভেসে যাওয়ার ছবি সামনে আসে। লোকালয়ে বাসস্থান খুঁজতে দেখা যায় হরিণকেও। সব মিলিয়ে বন্যায় অসহায় পরিস্থিতি এই অবলা জন্তুগুলির।

আরও পড়ুন, ধুবড়ি গার্লস কলেজে অস্থায়ী কারাগার! বন্যার জেরে ঠিকানা বদল ৪০৯ বন্দির

.