এবার আর টিকিট দেয়নি BJP, ক্ষোভে Congress-এ যোগ দিলেন অসমের মন্ত্রী

বিজেপির মধ্যে আর স্বচ্ছতা বলে কিছু নেই, সরব বিজেপির মন্ত্রী

Updated By: Mar 7, 2021, 11:51 PM IST
এবার আর টিকিট দেয়নি BJP, ক্ষোভে Congress-এ যোগ দিলেন অসমের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: এবার দল আর টিকিট দেয়নি। রাগে ভোটের মুখে কংগ্রেসে যোগ দিলেন অসমের মন্ত্রী সাম রোঙ্গহাং। আজ  কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে(Assam Assembly Election 2021) সম্ভবত তাঁকে দিপু আসনে প্রার্থী করতে পারে কংগ্রেস।

আরও পড়ুন-প্রার্থী 'না পসন্দ', উত্তর ২৪ পরগনায় TMC-তে ভাঙন, দল ছাড়লেন ২ নেতা

রবিবার প্রদেশ কংগ্রেস প্রধান রিপুন বরার(Ripun Bora) উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়ে রোঙ্গহাং(Sum Ronghang) বলেন, 'যে ভাবে আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ। বিজেপি(BJP) যে দায়িত্ব দিয়েছিল তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছি। দলের কয়েকজন নেতার ষড়যন্ত্রেই আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হল।'

রোঙ্গহাং আরও বলেন, 'বিজেপির দল পরিচালনা অত্যন্ত অস্বচ্ছ। এই দলে থেকে আর মানুষের জন্য কিছু করত পারব না। তাই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।'

আরও পড়ুন-গেরুয়াশিবিরেও বিদ্রোহ, জঙ্গলমহলে ৪ টি আসনে প্রার্থী বিক্ষুদ্ধদের  

দলত্যাগী বিজেপি নেতা কি শেষপর্যন্ত রোঙ্গহাংকে টিকিট দেবে? রাজ্যে কংগ্রেস প্রধান রিপুন বরা এনিয়ে কিছু বলতে অস্বীকার করেন। তবে কংগ্রেস(Congress) সূত্রে খবর, কার্বি অলং জেলার দিপু আসনে প্রার্থী করা হতে পারে রোঙ্গহাংকে।

.