চুক্তি সই করল অসম এবং মেঘালয়, সমাধান ৫০ বছরের পুরনো সীমান্ত বিরোধের
অসম এবং মেঘালয় সরকার ৮৮৪ কিলোমিটার দীর্ঘ সীমানা বরাবর ১২টি সমস্যার অঞ্চলের ছয়টিতে তাদের সীমান্ত বিরোধ সমাধানের জন্য একটি খসড়া রেজোলিউশন নিয়ে আসেন।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে সমাধান হলে এক ৫০ বছরের পুরনো সমস্যার। আসম এবং মেঘালয়ের মধ্যে বিগত ৫০ বছর ধরে চলতে থাকা সীমান্ত সমস্যার সমাধান হল মঙ্গলবার।
অসম এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে MHA-র অফিসে বিকেল ৩.৩০ মিনিটে এই চুক্তিতে স্বাক্ষর করলেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা উভয় রাজ্যের মুখ্য সচিবের পাশাপাশি এই রাজ্যের অন্যান্য আধিকারিক এবং MHA-র আধিকারিকদের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
#WATCH Assam CM Himanta Biswa Sarma and Meghalaya CM Conrad K Sangma sign an agreement to resolve the 50-year-old pending boundary dispute between their states, in the presence of Union Home Minister Amit Shah in Delhi pic.twitter.com/hnP6hs8yMm
— ANI (@ANI) March 29, 2022
অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ৩১ জানুয়ারি একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছিলেন। এই প্রস্তাব এমএইচএ-র পরীক্ষা ও বিবেচনার জন্য জমা দেন তারা।
আরও পরুন: Char Dham Yatra: তীর্থ করতে চান! IRCTC নিয়ে এল নতুন অফার
অসম এবং মেঘালয় সরকার ৮৮৪ কিলোমিটার দীর্ঘ সীমানা বরাবর ১২টি সমস্যার অঞ্চলের ছয়টিতে তাদের সীমান্ত বিরোধ সমাধানের জন্য একটি খসড়া রেজোলিউশন নিয়ে আসেন।
৩৬.৭৯ বর্গ কিমি জমির জন্য প্রস্তাবিত সুপারিশ অনুসারে, অসম ১৮.৫১ বর্গ কিলোমিটার রাখবে এবং অবশিষ্ট ১৮.২৮ বর্গ কিলোমিটার মেঘালয়কে দেবে। অসম এবং মেঘালয়ের মধ্যে চূড়ান্ত চুক্তিটি তাৎপর্যপূর্ণ কারণ দুটি রাজ্যের মধ্যে এই সীমান্ত বিরোধ বহুদিন ধরেই চলছে।
১৯৭২ সালে আসাম থেকে মেঘালয়কে আলাদা কর পর থেকেই এই দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের সূত্রপাত হয়। নতুন রাজ্য গঠনের প্রাথমিক চুক্তিতে সীমানা নির্ধারণের বক্তব্যের ভিন্ন মানে সৃষ্টির ফলে সীমান্ত সমস্যাগুলি সৃষ্টি হয়।