বৃষ্টিহীন গুজরাতে জল অপচয়ের নয়া নিদর্শন আসারাম বাপুর

পশ্চিম ভারতের একাধিক রাজ্যে যখন খরা পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে বারবার যখন জল নষ্ট না করার আবেদন করা হচ্ছে ঠিক সেই সময় জল অপচয়ের অনন্য নিদর্শন স্থাপন করলেন বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু। হোলির দিন একটি হাইড্রলিক পাম্পের সাহায্যে কৃত্রিম বৃষ্টির তৈরি করে হাজার খানেক ভক্তদের উপর রঙিন জল ছেটালেন।

Updated By: Mar 28, 2013, 03:55 PM IST

পশ্চিম ভারতের একাধিক রাজ্যে যখন খরা পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে বারবার যখন জল নষ্ট না করার আবেদন করা হচ্ছে ঠিক সেই সময় জল অপচয়ের অনন্য নিদর্শন স্থাপন করলেন বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু। হোলির দিন একটি হাইড্রলিক পাম্পের সাহায্যে কৃত্রিম বৃষ্টির তৈরি করে হাজার খানেক ভক্তদের উপর রঙিন জল ছেটালেন।
সূত্রে খবর বুধবার জল কষ্টে দীর্ণ গুজরাতের সুরাতে আসারাম বাবুর হোলি উৎসবে কয়েক লক্ষ লিটার জল নষ্ট হয়েছে।
কিছুদিন আগে আর এক খরা দীর্ণ রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে একই ভাবে জল ভক্তদের উপর জল ছিটিয়েছিলেন এই ধর্মগুরু।
গত দু`দিন যাবত সুরাতে হোলি পালনে ব্যস্ত আসারাম বাবু অবশ্য এই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত নন। তিনি জানিয়েছেন মিডিয়া এই বিষয়টি নিয়ে অযথা হৈচৈ করছে।
এই স্বঘোষিত ধর্মগুরু মন্তব্য করেছেন ``আমি অতি অল্প পরিমাণ জল আমার ভক্তদের উপর ছিটিয়েছি। মিডিয়া অকারণে `হুলাবালু` তৈরি করছে। যখন মহারাষ্ট্রের এক মন্ত্রীর হেলিপ্যাড তৈরি করার সম্য ৪১ ট্যাঙ্ক জল খরচ করা হয় তখন কেন মিডিয়া নিশ্চুপ থাকে?``

.