অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুন, জিয়াগঞ্জ কাণ্ডে মমতার কাছে আর্জি ওয়েইসির

নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হন স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫)। একই সঙ্গে খুন হন তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। দশমীর সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তিন জনের দেহ। তখন গোটা মেঝে ভেসে যাচ্ছে রক্তে। 

Updated By: Oct 11, 2019, 01:51 PM IST
অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুন, জিয়াগঞ্জ কাণ্ডে মমতার কাছে আর্জি ওয়েইসির

নিজস্ব প্রতিবেদন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে অপরাধীদের কঠোর সাজা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আবেদন জানান তিনি।

 

 

বৃহস্পতিবার এক টুইটে ওয়েইসি লেখেন, '(জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে) অপরাধীরা যাতে সাজা কঠোরতম সাজা পায় তা নিশ্চিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা RSS-এর মতাদর্শ ও কর্মকাণ্ডের বিরোধী। কিন্তু এই ঘৃণ্য কাজে কেউ আইনের ঊর্ধ্বে নয়।' 

রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিন, জিয়াগঞ্জ নিয়ে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম স্মরণ করালেন অপর্ণা সেন

নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হন স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫)। একই সঙ্গে খুন হন তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। দশমীর সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তিন জনের দেহ। তখন গোটা মেঝে ভেসে যাচ্ছে রক্তে। RSS-এর দাবি, নিহত শিক্ষক তাদের কর্মী ছিলেন। তার জেরেই সপরিবারে খুন করা হয়েছে তাঁকে। যদিও পুলিসের দাবি ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 

.