শিলা দীক্ষিতের বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পোড় খাওয়া রাজনৈতিক বনাম সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা কারবারি! সরগরম রাজধানীর রাজনীতি। বরাবরই নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়ে এসেছেন শিলা। হেভিওয়েট এই প্রার্থীর বিরুদ্ধে কেজরিওয়াল কতটা শক্ত লড়াই দিতে পারেন সেটা নিয়ে আপাতত জোর চর্চা চলছে রাজনীতির ওলিগলিতে।

Updated By: Jun 2, 2013, 07:56 PM IST

দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পোড় খাওয়া রাজনৈতিক বনাম সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা কারবারি! সরগরম রাজধানীর রাজনীতি। বরাবরই নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়ে এসেছেন শিলা। হেভিওয়েট এই প্রার্থীর বিরুদ্ধে কেজরিওয়াল কতটা শক্ত লড়াই দিতে পারেন সেটা নিয়ে আপাতত জোর চর্চা চলছে রাজনীতির ওলিগলিতে।
রবিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে আপ। দলের একাংশের আশা, বিধানসভা নির্বাচনের পর দিল্লি রাজনীতিতে একটা বড় স্থান করে নেবে তারা। গত সপ্তাহেই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। ১২টি আসনের জন্য ৪৪ জনের নাম রয়েছে প্রার্থী তালিকায়। তালিকা অনুযায়ী প্রতাপগঞ্জ থেকে ভোটে দাঁড়াচ্ছেন মনীষ শিশোদিয়া; রাকে পুরাম থেকে দাঁড়াচ্ছেন সাজিয়া ইলমি; সোমনাথ ভারতী দাঁড়াচ্ছেন মালাভিয়া নগরে।

.