EXIT POLL: কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লিতে সরকার গড়ছে
"আয়রণ ম্যান' বনাম "আয়রণ উইম্যান'- লড়াইয়ের মতামত এখন বাক্সবন্দি। শনিবারের দিল্লি বিধানসভা নির্বাচনের শেষে ভারতীয় জনতা পার্টি ও আম আদমি পার্টি দুই দলই দাবি করছে। ৭০ শতাংশ ভোট যাবে তাঁদের ঝুলিতে। দিল্লির মসনদ দখলে আশাবাদী দু'দলই।
নয়াদিল্লি: "আয়রণ ম্যান' বনাম "আয়রণ উইম্যান'- লড়াইয়ের মতামত এখন বাক্সবন্দি। শনিবারের দিল্লি বিধানসভা নির্বাচনের শেষে ভারতীয় জনতা পার্টি ও আম আদমি পার্টি দুই দলই দাবি করছে
৭০ শতাংশ ভোট যাবে তাঁদের ঝুলিতে। দিল্লির মসনদ দখলে আশাবাদী দু'দলই।
দিল্লিতে ত্রিশঙ্কুর সম্ভাবনা কার্যত খারিজ হয়ে গেল বুথ ফেরৎ সমীক্ষায়। লড়াই এখন সেয়ানে-সেয়ানে।
বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল-
ইন্ডিয়া টু ডে- সমীক্ষা বলছে, ৩৫ থেকে ৪৩টি আসন পেয়ে সরকার গড়ার কাছাকাছি রয়েছে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৯টি আসন। কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৩
থেকে ৫টি আসন।
এবিপি-নিয়েলসনের সমীক্ষা বলছে, আপ পেতে পারে ৩৯ টি আসন। বিজেপি পেতে পারে ২৮ টি আসন। কংগ্রেস পাবে মাত্র ৩ টি আসন।
টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী আপ এর ঝুলিতে যেতে পারে ৩১ টি থেকে ৩৯ টি আসন। বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩৫ টি আসন। মাত্র ২ থেকে ৪ টি আসন পেতে পারে কংগ্রেস।
সি-ভোটার- এদের বুথ ফেরৎ সমীক্ষা বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে আম আদমি পার্টি।