প্রধান বিচারপতি অপসারণে 'প্রতিশোধের দাবিসনদ' কটাক্ষ জেটলির

'প্রতিশোধস্পৃহা খেকেই এই দাবিসনদ আনা হয়েছে', দাবি জেটলির।  

Updated By: Apr 20, 2018, 11:06 PM IST
প্রধান বিচারপতি অপসারণে 'প্রতিশোধের দাবিসনদ' কটাক্ষ জেটলির

নিজস্ব প্রতিবেদন: ক্ষমতার অপব্যবহার ও দুর্ব্যবহারের অভিযোগে প্রধান বিচারপতি দীপক মিশ্রের অপসারণে দাবিসনদ উপরাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে কংগ্রেস-সহ ৭টি বিরোধী দল। বিচারপতি লোয়ার মৃত্যু মামলা নিয়ে রায়ের পরেরদিনই এই পদক্ষেপ করেছে বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ''প্রতিশোধস্পৃহা খেকেই এই দাবিসনদ আনা হয়েছে।'' জেটলির দাবি উড়িয়ে দিয়েছে বিরোধীরা।   

রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কংগ্রেস এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন অরুণ জেটলি। তাঁর কথায়, ''ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক। অপসারণের দাবিসনদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। বিরোধীদের এই কৌশল বিচারব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল।''

বিএইচ লোয়ার মামলার সঙ্গে অপসারণের দাবির কোনও সম্পর্ক নেই বলে দাবি বিরোধীদের। সুপ্রিম কোর্টও এই পদক্ষেপকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে। 

আরও পড়ুন- বাজিমাত বঙ্গ সিপিএমের, পার্টি কংগ্রেসে জোটের রাস্তা খুললেন ইয়েচুরি

.