অবশেষে স্বস্তি, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেলেন অর্ণব

অর্ণব গোস্বামীর মামলায় আদালত আরও বলে, দেখা গিয়েছে একের পর এক কেসে হাইকোর্ট অভিযুক্তকে জামিন দিচ্ছে না

Updated By: Nov 11, 2020, 05:44 PM IST
অবশেষে স্বস্তি, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেলেন অর্ণব

নিজস্ব প্রতিবেদন: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় শেষপর্যন্ত জামিন পেলেন রিপাবলিক টিভির অ্যাঙ্কার অর্ণব গোস্বামী।

আরও পড়ুন-মাস্টারমাইন্ড লালার খোঁজে ৬ কয়লা ব্যবসায়ীকে আয়করের নোটিস, তালিকায় আছে প্রভাবশালীরাও

বুধবার সুপ্রিম কোর্টে আজ ওই মামলাটি উঠেছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় অর্ণব ও অন্য দুই অভিযুক্তকে অবিলম্বে ৫০,০০০ টাকা বন্ডে জামিন দিতে হবে। ওই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য মুম্বইয়ের পুলিস কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিন আদালতে সওয়াল জবাবে বেঞ্চের তরফে বলা হয়, এভাবে যদি কারও ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয় তাহলে তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। ২০১৮ সালের ওই আত্হত্যার মামলা নিয়ে ও মহারাষ্ট্র সরকারকে একাধিক প্রশ্ন করা হয়।

আরও পড়ুন-মাস্টারমাইন্ড লালার খোঁজে ৬ কয়লা ব্যবসায়ীকে আয়করের নোটিস, তালিকায় আছে প্রভাবশালীরাও

অর্ণব গোস্বামীর মামলায় আদালত আরও বলে, দেখা গিয়েছে একের পর এক কেসে হাইকোর্ট অভিযুক্তকে জামিন দিচ্ছে না। এভাবেই ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে দিনের পর দিন।

উল্লেখ্য, এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অর্ণব গোস্বামী-সহ আরও দুজনকে জামিন দিতে অস্বীকার করে বম্বে হাইকোর্ট। সেই রায়কে গত ৯ তারিখ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন অর্ণব।

.