রাজৌরিতে জঙ্গিদের গুলিতে শহিদ এক সেনা অফিসার

কাশ্মীরের রাজৌরি এলাকা দিয়ে মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে সন্ত্রাসবাদীরা।

Updated By: Oct 23, 2019, 07:48 AM IST
রাজৌরিতে জঙ্গিদের গুলিতে শহিদ এক সেনা অফিসার

নিজস্ব প্রতিবেদন : সেনা সূত্রে খবর, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর এক অফিসার। নৌশেরা সেক্টরের কালাল অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কাশ্মীরের রাজৌরি এলাকা দিয়ে মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। সেসময় পাকিস্তানের দিক থেকে আসা জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র এক অফিসারের।  একটি সূত্রের দাবি, এদিন যে ভাবে ভারতীয় সেনা অফিসারকে গুলি করা হয়েছে, তা পাকসেনার কৌশলি পদক্ষেপ!

গতকাল সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে, কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট এলওসিতে গুলি চালায় পাকিস্তান। উল্লেখ্য, রবিবার ভোররাত থেকে কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে নীলম ঘাঁটি থেকে গোলাগুলি চালাতে থাকে পাক সেনা। এতে এক সাধারণ নাগরিক ও ২ জওয়ানের মৃত্যু হয়। এরপরই পাল্টা গোলাগুলি শুরু করে ভারত। সেনার গুলিতে পাক অধিকৃত কাশ্মীরের গুড়িয়ে যায় ৪টি লঞ্চপ্যাড। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সেনার গুলিতে নীলম ঘাঁটিতে এক সেনা-সহ ৪ জন নিহত হয়েছে।

আরও পড়ুন - মোদীবিরোধী বক্তব্য শুনতে ফাঁদ তৈরি করছে মিডিয়া, মস্করা করেছেন প্রধানমন্ত্রী: অভিজিৎ

.